ঠিকানা অনলাইন : চলতি মৌসুমে শেষ হবে পিএসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ। নতুন চুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ফরাসি ক্লাবটি চুক্তির মেয়াদ বাড়াতে চাইলেও আগ্রহ দেখাচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা। ফলে বাড়ছে গুঞ্জনের ডালপালা। বার্সেলোনা, ইন্টার মিয়ামি, সৌদি প্রো লিগ—কোথায় যাচ্ছেন তিনি?
তবে আপাতত পিএসজিতেই থাকছেন আটবারের বর্ষসেরা এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই। পিএসজিকে অধরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর টার্গেট বিশ্বকাপজয়ী অধিনায়কের।
কথা বলেছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক নিয়েও। অবশেষে পিএসজির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে মেসি জানালেন, ফরাসি ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানোর আগ পর্যন্ত কোথাও যাচ্ছেন না তিনি।
মেসি বলেন, ‘প্যারিসে এসে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছি। বিশ্বকাপ জিতেছি। তারা যে লক্ষ্য নিয়ে আমাকে দলে নিয়েছে, সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতানো। আমি তাদের ইচ্ছাপূরণ না করা পর্যন্ত কোথাও যাচ্ছি না।’
ঠিকানা/এসআর