পিএসজি ছেড়ে ইংলিশ ক্লাবে যোগ দিচ্ছেন নেইমার?

ঠিকানা অনলাইন : ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা ইস্যুতে নেইমারের ওপর নাখোশ পিএসজি কর্তৃপক্ষ। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলেই নেইমারকে ছেড়ে দিতে চায় পিএসজি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

সম্প্রতি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে হারের পরই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে বিবাদে জড়ান নেইমার। আর বায়ার্নের কাছে চ্যাম্পিয়নস লিগের হারের পর পরিস্থিতি আরও বদলে গেছে।

নেইমারের সঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক খুব একটা ভালো নয়।জানা গিয়েছে, নেইমারকে তাড়াতে নাকি নতুন করে মাঠে নেমেছেন এমবাপ্পে। নেইমারকে বিক্রির প্রস্তুতি নিচ্ছে পিএসজি।

এবার নতুন খবর এলো, নেইমার নিজেই আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছেড়ে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। ইতোমধ্যেই নাকি একাধিক ক্লাবগুলোকে নিজের ইচ্ছার কথাও জানিয়েছেন নেইমার।

ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কমের প্রতিবেদন অনুসারে, নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জনে তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব। পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও চলতি মৌসুমেই ক্লাব পরিবর্তন করতে পারেন নেইমার।

নেইমারকে দলে ভেড়ানোর দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগেরর চার ক্লাব চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে নেইমার কোনো ক্লাবে যোগ দেন কিনা সেটি দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ঠিকানা/এসআর