পিটার ভ্যালোনের বিরুদ্ধে নানা অভিযোগ

ঠিকানা রিপোর্ট: কুইন্সের সাবেক কাউন্সিলম্যান এবং বর্তমানে সিভিল কোর্ট জাজ পিটার ভ্যালোন জুনিয়রের বিরুদ্ধে সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড কর্তৃক ২১ সহস্রাধিক ডলার জরিমানার অভিযোগ উঠেছে। ২০১৩ সালে বরো প্রেসিডেন্ট পদে ব্যর্থ প্রতিদ্বন্দ্বিতাকালে অসংখ্য নিয়মভঙ্গের দায়ে ফাইন্যান্স বোর্ড উক্ত জরিমানা করেছে বলে ২০ মে জানা গেছে।
২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ভ্যালোন জুনিয়র সিটি কাউন্সিলম্যানের দায়িত্ব নির্বাহ করেছিলেন। এ সময় পিটার জুনিয়র লিগ্যাল লিমিটের বেশি অনুদান গ্রহণ করেছিলেন, ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট নয় এ ধরনের কাজে অর্থ ব্যয় করেছেন এবং নির্ধারিত পরিমাণের অতিরিক্ত অর্থ ব্যয় করেছিলেন বলে অভিযোগ আনয়ন করা হয়েছে। তথ্যানুযায়ী, পাবলিক ম্যাচিং ফান্ডে তিনি ৬ লাখ ৫৫ হাজার ৪৮৮ ডলার গ্রহণ করেছিলেন এবং তার হিসাবে মাত্র ৩ হাজার ৯০ ডলার অবশিষ্ট রেখেছিলেন।
২০১৩ সালে বরো প্রেসিডেন্ট পদে ডেমক্র্যাটিক প্রাইমারীতে চতুমুর্খী লড়াইয়ে তিনি মেলিন্ডা কাটজের নিকট পরাজিত হয়েছিলেন। উক্ত নির্বাচনে কাটজ ৪৪.৫% এবং পিটার ৩৩.৭% ভোট পেয়েছিলেন। ২০১৬ সালে তিনি সিভিল কোর্ট জাজ পদে নিযুক্ত হন। ভেলোন কুইন্সের প্রভাবশালী রাজনীতিক এবং সাবেক কাউন্সিল স্পীকার পিটার ভেলোন সিনিয়রের পুত্র। বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটার কোন মন্তব্য করেন নি।