ঠিকানা অনলাইন : পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতন ও ফেনীর কারাগারে কক্ষ তল্লাশির অভিযোগ এনে আদালতে মিতু হত্যার আসামি ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দিয়েছিলেন বাবুল আক্তারের আইনজীবী। মামলার আবেদনে উল্লেখ করা হয় বাবুলকে মিতু হত্যাকাণ্ডে জোর করে স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি জেলখানার ভেতরেও কক্ষ তল্লাশির মাধ্যমে ভয় দেখানো হচ্ছে বলে উল্লেখ করা হয়।
সেই আবেদনের প্রেক্ষিতে শুনানিতে এতোদিন কেন এই বিষয়ে বাবুল আকতার আদালতকে কোনো কিছু জানাননি, সেটি জানতে চান। পাশাপাশি একটি মামলায় চার্জশীট দেয়ার পর এই বিষয়ে নতুন করে তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার আবেদনের সুযোগ নেই বলেও উল্লেখ করেন। পরে আদালত মামলার আবেদন খারিজ করে দেন।
বাবুল আকতারের আইনজীবি এই বিষয়ে রিভিশন করা হবে বলে জানিয়েছেন।
ঠিকানা/এসআর