পিরামিডের নিচে পাঁচ হাজার বছর আগের নৌকা

বিশ্বচরাচর ডেস্ক : বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল মিসরে। পিরামিডের জন্য এর খ্যাতি বিশ্বব্যাপী। পৃথিবীর সপ্তাশ্চর্যখ্যাত পিরামিড দেখার জন্য প্রতি বছর অসংখ্য পর্যটক মিসরে আসেন। পিরামিডসমৃদ্ধ এলাকাগুলো থেকে এখনও অনেক প্রাচীন নিদর্শনের সন্ধান মেলে, যা মানবসভ্যতার আদি ইতিহাসের অনেক রহস্যের জট খুলতে ভূমিকা রাখে। এবার পিরামিডের নিচে সন্ধান মিলেছে পাঁচ হাজার বছরের পুরনো এক নৌকার, যা নৃবিজ্ঞানীদের মধ্যে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলছে নৌকাটি বের করে আনার তোড়জোড়।
মিসরের প্রাচীন রাজাদের মৃত্যুর পর এসব পিরামিডের ভেতর সমাহিত করা হতো। প্রাচীন মিসরীয়রা বিশ্বাস করত, মৃত্যুর পর রাজাদের পুনর্জন্ম হবে এবং তারা স্বর্গ বা নরকে যাবেন। সেই যাতায়াতে নৌকা দরকার হতে পারে। এ কারণেই রাজাদের সমাধি তৈরির সময় পিরামিডের নিচে বিশাল আকারের নৌকা স্থাপন করা হতো। সম্প্রতি গিজা মরুভূমির মধ্যে খুফু পিরামিডের নিচে নৌকাটির খোঁজ মেলে। এরপরই পাঁচ হাজার বছর আগের একটি নৌকাকে বের করে আনার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েন জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা সেখানে একটি ল্যাব তৈরি করে কাজ করছেন। একেকটি টুকরো বের করে আনতেই কখনও একেকটি সপ্তাহ পার হয়ে যাচ্ছে। এটি পিরামিডের নিচ থেকে দ্বিতীয় নৌকা বের করার ঘটনা। এর আগে ১৯৫৪ সালে আরেকটি নৌকা বের করে গিজা জাদুঘরে রাখা হয়েছে। নৌকার প্রতিটি অংশ বা টুকরো আলাদাভাবে কিন্তু অক্ষত অবস্থান বের করে আনার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। একেকটি টুকরো বাইরে এনে তাদের ল্যাবে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করা হচ্ছে। পুনরায় জোড়া লাগিয়ে নৌকাটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।
গবেষণা দলের প্রধান অধ্যাপক হিরোমাসা কুরোচি বলেন, নৌকাটির অবস্থা খুবই ভঙ্গুর। একে বের করতে সতর্ক থাকতে হচ্ছে। পুরো কাজ শেষ হতে অনেক সময় লেগে যাবে। বিবিসি।