সুজন দাশ :
ঢাক গুড়গুড় উঠবে বেজে
মাতবে কদিন পাড়া,
আসলে পূজা সবার মনে
যায় পড়ে বেশ সাড়া!
পুজোর কদিন প্রাণের মজা
লুটবে সবাই মিলে,
ভাসবে সবে খুশির স্রোতে
মিশবে খোলা দিলে!
পূজা সকল বাঙালিদের
মিলন পথে টানে,
দেয় জাগিয়ে ভ্রাতৃত্ববোধ
প্রেমের পথে আনে।
পরস্পরের দূরত্বটাও
ঘুচিয়ে দেয় পূজা,
পূজার মাঝে মূর্ত হয়ে
হাসেন দশভূজা!
বলে সবাই ওঠো জেগে ওঠো
প্রীতির ছবি আঁকি,
মহত্বকে তোলো জাগিয়ে
দিই কালিমা ঢাকি।