পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকায় জামায়াতের বিক্ষোভ

ঠিকানা অনলাইন : পাঠ্যপুস্তকে বিভিন্ন অনৈসলামিক বিষয় সংযোজন, ইসলামকে হেয়প্রতিপন্ন করা, মুসলিম শাসকদের দস্যু হিসেবে প্রতিপন্ন করা, ইসলামের মৌলিক বিষয়কে হেয় করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াতের আমিরসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। আজ ১২ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর দেড়টায় রাজধানী ঢাকার বাড্ডায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

মিছিলটি শাহজাহাদপুর থেকে শুরু হয়ে গুলশান লিঙ্ক রোডের আগে পৌঁছালে হামলা চালায় পুলিশ। এতে পথচারীসহ অনেকে আহত হন। এ সময় অনেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত নেতারা।

ঠিকানা/এসআর