পুলিশি সম্মাননা পেল পোষা কুকুর

বিশ্বচরাচর ডেস্ক : জঙ্গলে হারিয়ে যাওয়া এক শিশুকে সারারাত পাহারা দিয়ে সুরক্ষিত রাখার কৃতিত্বস্বপরূপ একটি কুকুরকে নিজেদের বিভাগের অন্তর্ভুক্ত করেছে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ। গত ২১ এপ্রিল এবিসি নিউজ জানিয়েছে, একটি গ্রাম থেকে হারিয়ে যায় শিশু অরোরা। তার বয়স তিন বছর। নিখোঁজের ১৫ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। পরিবার ও জরুরি সহায়তা বিভাগ তাকে সারারাত ওই পাহাড়ি এলাকায় খুঁজে বেড়ায়। অবশেষে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় পোষা কুকুর ম্যাক্স শিশুটিকে পাহারা দিচ্ছিল। কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ টুইটারে বলেছে, ‘এত ভালো ছেলে, ম্যাক্স। তুমি এখন আমাদের গর্বিত পুলিশ সদস্য।’