পুলিশের কাছে বারবার বক্তব্য পাল্টাচ্ছেন তুনিশার প্রেমিক

ঠিকানা অনলাইন : ভারতের মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিং সেটের মেকআপ রুম থেকে গত শনিবার তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তুনিশা শর্মার প্রেমিক সেজান মোহাম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে।

এক দফা রিমান্ডের পর বুধবার ফের আদালতে তোলা হয় সেজানকে। আদালত সেজানের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জিজ্ঞাসাবাদে সেজান প্রথমে জানান, নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চেয়েছিলেন। এ কারণেই তিনি তুনিশার সঙ্গে বিচ্ছেদ করেছিলেন।

কিন্তু এর পর আবার বলেন, ধর্ম আলাদা, পরিবার মেনে নেবে না। তাই সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন।

কিন্তু বুধবার শেষ রাতে এক নারী পুলিশ অফিসারের জেরার সময় একেবারে ভেঙে পড়েন অভিনেতা। অফিসার আবার জিজ্ঞাসা করেছিলেন, কেন তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন সেজান?

পুলিশ অফিসার জানান, প্রশ্নের মুখে শেষ রাতে আবার নতুন কথা বলেছেন অভিযুক্ত। সেজানের দাবি, দুজনের বয়সের ফারাক অনেকটাই ছিল, যা পরিবার মেনে নেবে না। তাই বিচ্ছেদের রাস্তা নিয়েছিলেন। বলতে বলতেই কাঁদতে শুরু করেন সেজান।

এদিকে তুনিশা শর্মার অকাল মৃত্যু ঘিরে ক্রমশ গভীর হচ্ছে রহস্য। অভিনেত্রীর মৃত্যুর গোটা ঘটনাই এখন আদালতে বিচারাধীন। এ প্রসঙ্গে মুখ খুলেছেন বহু তারকা।

২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশা শর্মার। শুটিংয়ের বিরতির সময় বাথরুমে ঢুকে নিজেকে শেষ করে দেন অভিনেত্রী।

ঠিকানা/এসআর