ঠিকানা রিপোর্ট : নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার তাহের চৌধুরীর ওপর হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। গত ২৬ আগস্ট ওসোয়ান লোগান (১৮) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে। যদিও গ্রেপ্তারকৃত ওসোয়ান লোগান ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছেন। সিটি গোয়েন্দা বিভাগ এ ঘটনায় জড়িত আরও দুজনকে খুঁজছে বলে জানা গেছে।
এদিকে তাহের চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে ২৫ আগস্ট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের ওলমস্টেড অ্যাভিনিউ এলাকায় বাংলাদেশি কমিউনিটি এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ সমাবেশ থেকে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অনেকেই সন্ত্রাসবিরোধী প্ল্যাকার্ডও নিয়ে আসেন। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, নিউইয়র্ক স্টেট সিনেটে ডেমোক্রেটিক প্রাইমারি বিজয়ী ন্যাথালিয়া ফার্নান্দেজ, বাংলাদেশি আমেরিকান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক জামাল হুসেন, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকের, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, উপদেষ্টা খবির উদ্দিন ভূইয়া, সহসভাপতি এমডি আলাউদ্দিন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএর সহসভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, ব্রঙ্কস চ্যাপ্টারের সেক্রেটারি ইব্রাহিম বারো ভূইয়া, স্টার্লিং ফার্মেসির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাসান আলী, আব্দুল গাফফার চৌধুরী খসরু, নূরে আলম জিকু, সারোয়ার চৌধুরী প্রমুখ।
ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, নিউইয়র্ক সিটিতে এখন পুলিশ কর্মকর্তাও নিরাপদ নন। সাধারণ মানুষের কী অবস্থা, তা সহজেই অনুমেয়। কমিউনিটি সদস্যদের নিরাপত্তার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের ওপর তারা গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি এ ধরনের সন্ত্রাসী ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। তাহের চৌধুরীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগে ১৮ বছর ধরে কাজ করছেন তাহের চৌধুরী। তার বয়স ৪৮। তিনি ২৩ আগস্ট সকালে জগিং করার জন্য বের হন। এ সময় ব্রঙ্কসের ওলমস্টেড অ্যাভিনিউতে ছিনতাইয়ের শিকার হন। তিন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। তার সঙ্গে যা কিছু ছিল, তা নিয়ে যায়। তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। এলাকাটি বাঙালি অধ্যুষিত হওয়ায় পথচারীদের ফোন কলের পর অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে পড়ে থাকা তাহের চৌধুরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার ব্রেন সাড়া দিচ্ছে বলে জ্যাকবি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন।