পেনসিলভেনিয়াতে বেসাপের বনভোজন

পেনসিলভেনিয়া : গত ৪ জুলাই ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ এ্যাডুকেশন এন্ড স্পোর্টস এসোসিয়েশন অব পেনসিলভেনিয়ার (বেসাপ) বার্ষিক বনভোজন নিউজার্সির প্যানিংটন রোজডেল পার্কে অনুষ্ঠিত হয়। পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশ আর উদার আকাশের নিচে আনন্দ ও ভালবাসায় সবাই মিলে মেতেছিলেন। বেসাপের সভাপতি জাকির হোসেন কাহের এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান বনভোজনের উদ্বোধন করেন। তখন সব সদস্য/সদস্যাসহ অনেক অতিথিও উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বনভোজনকে প্রাণবন্ত করে তোলেন এবং সবাই তা উপভোগ করেন।দুপুরে লাঞ্চের পর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরপর আয়োজন করা হয় বহুল প্রতীক্ষিত আকর্ষণীয় রাফেল ড্র। সবশেষে বনভোজনে উপস্থিত থেকে যারা অনুষ্ঠানটিকে সার্থক ও সুন্দর করে তুলেছেন, তাদেরকে বেসাপের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।