ঠিকানা অনলইন : কদিন আগেই জিতেছেন পরম আরাধ্য বিশ্বকাপ, পেয়েছেন অমরত্বের স্বাদ। বিশ্বকাপ জয়ের পর ফুটবলের সম্রাট ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কাছ থেকেও শুভেচ্ছাবার্তা পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। কিন্তু কে জানতো, বিশ্বকাপের সেই রেশ শেষ না হতেই ভালোবাসার বার্তা পাঠানো সেই পেলের মৃত্যুতেই শ্রদ্ধা জানানো লাগবে মেসিকে।
জীবনের মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ফুটবলের অবিসংবাদিত সম্রাট পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মৃত্যুতে শোক নেমে এসেছে সমগ্র ক্রীড়াজগতে।
ফুটবলে সম্রাটের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন ফুটবল তারকা থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। কদিন আগেই বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন মহাতারকা মেসিও শ্রদ্ধা জানিয়েছেন পেলের মৃত্যুতে।
পেলের সঙ্গে নিজের ছবি দিয়ে ফেসবুকের এক পোস্টে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’
ক্যান্সারের পাশাপাশি পেলের শরীরে গতবছর টিউমারও ধরা পড়েছিলো, অপারেশন করে সেটি অপসারণ করা হলেও শারীরিক জটিলতা যেন তার পিছু ছাড়ছিলো না। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন ফুটবলের রাজা ‘কালোমানিক’ পেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে কেলি নাসিমেন্তো।
ঠিকানা/এসআর