পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : রাজধানীর শ্যামপুর এলাকার পোস্তগোলা ব্রিজে বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। ৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পিকআপের চালক মো. রাসেল মোল্লা (৩০) এবং চালকের সহকারী মো. কামরুল ইসলাম (২৮)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আটটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজনকে নিয়ে আসা পথচারী মো. হোসেন জানান, পোস্তগোলা ব্রিজের ওপর রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পোস্তগোলা ব্রিজে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তাদের কাছে থাকা ভোটার আইডি কার্ড থেকে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়। তারা হলেন বরিশালের বানারীপাড়া থানার মোহাম্মদ মুকুল মোল্লার ছেলে মোহাম্মদ রাসেল মোল্লা এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার গোলাম মোস্তফার ছেলে কামরুল ইসলাম।

ঠিকানা/এনআই