নিউজার্সি : নিউজার্সির প্যাটারসন শহরের অন্যতম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টারের ছাত্র-ছাত্রীদের গ্রাজুয়েশন, পুরস্কার বিতরণী ও বার্ষিক ওয়াজ মাহফিল গত ৩১ মার্চ শনিবার মসজিদ আল-ফেরদৌসে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মাওলানা বুরহান উদ্দিন, মাহফিলের শুরুতে কোরআন তেলায়াত করে মাদ্রাসার শিক্ষক হাফেজ সৈয়দ খুবায়েব আলী, খতমে খাজেগান পরিচালনা মসজিদের খতিব ও মাদরাসার হিফজুল কোরআন শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী। মঞ্চে ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত দৈনিক ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকা গাওছুল আজম কমপ্লেক্সে জামে মসজিদের খতিব আল্লামা কবি রুহুল আমিন খান, শাহজালাল-লতিফিয়া মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুন নুর, হিজুল কোরআন শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ মঞ্জলালী, মসজিদ আল-ফেরদৌস পরিচালনা কমিটির সভাপতি হাজী রফিকুল ইসলাম, মাদরাসার শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল ওয়াকিল, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আব্দুর রউপ, ছাত্র-ছাত্রীদের পক্ষথেকে কোরআন তেলাওত করেন আব্দুল মুনিম, জাওদা মোহাত, আরবীতে বক্তব্য রাখেন জান্নাহ চৌধুরী ইংরাজীতে বক্তব্য রাখেন জাকিয়া চৌধুরী, ইসলামিক সঙ্গিত পরিবেশন করে শাহজালাল-লতিফিয়া শিল্পী গোষ্ঠীর ১ নং গ্রুপ : তামিম, আহবাব, আইয়ান, ফারহান শাহান, ২য় গ্রুপ : আলীসা, আফসানা, মাহমুদা, ইশিতা, আয়শা, ৩য় গ্রুপ : জারিন, তাহরিন, রাহী। ছাত্র-ছাত্রীদের এ পরিবেশনা উপস্থিত সকলেই উপভোগ করেন ও মাদ্রাসার সুন্দর কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় ছাত্র-ছাত্রীদের মা-বাবা সহ মসজিদ ভর্তি মুছাল্লিয়ান উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান অতিথি আল্লামা কবি রুহুল আমিন খান তাঁর বয়ানে বলেন প্রবাসে এ আয়োজন আমাকে অবিভুত করেছে, তিনি মাদরাসার প্রশংসা করে বলেন আমি দোয়া করি মোহাম্মাদুর রাছুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুলের এ বাগান থেকে দীনের ফুল যেন প্রস্ফুটিত হয় এবং ছড়িয়ে পরে সারা বিশ্বে। তিনি মেহরাজ রজনীর উপর সুন্দর বয়ান রাখেন। মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুন নুর বলেন, আমরা চেষ্টা করছি আমাদের প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এসমাজকে সুন্দর করে গড়ে তুলতে। সভাপতির বক্তব্যে সৈয়দ জুবায়ের আলী মাদরাসার ভবন ক্রয়ে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং আজকের অনুষ্ঠানে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষথেকে ধন্যবাদ জানান ও আগামীতেও সকলের সহযোগিতা কামনা করেন। এবারে ছাত্র-ছাত্রীদের পুরস্কার দাতা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম ও ফুড প্রভাইড করেন কাউন্সিলম্যান শাহীন খালিক, মাহফিলে মাদ্রাসার পক্ষ থেকে প্রিন্সিপাল আল্লামা আব্দুন নুরের সম্পাদনায় তাসনিম নামে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। মিলাদ মাহফিলের মধ্যদিয়ে মাহফিলের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।
- বিজ্ঞাপন -