প্রকাশ্যে প্রিয়াংকার মেয়ে মালতী মেরি চোপড়া

ঠিকানা অনলাইন : বলিউড প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও। সেখানেই মেয়ে সহ ক্যামেরাবন্দি হয়েছেন প্রিয়াঙ্কা।

সারোগেসির মাধ্যমে জন্ম নেয়ার পর হাসপাতালে একশো দিনের যুদ্ধে জয়ী হয়েছিল সেই শিশু। তাই মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে বাড়তি সাবধানী অভিনেত্রী। একটু একটু করে মেয়ের ঝলক ভাগ করে নিতেন তারকা দম্পতি নিক-প্রিয়াংকা।

সাদা জামা, মাথায় সাদা ফুলের হেয়ার ব্যান্ড এই প্রথম ক্যামেরার সামনে মালতী। নিক জোনাস, না কি প্রিয়াংকা, কার মতো দেখতে হয়েছে মলতী?

হলিউডের ‘ওআক অফ ফেম’ স্বীকৃতি পেলেন জোনাস। সেই অনুষ্ঠানে উপস্থিত গোটা জোনাস পরিবার। মঞ্চে পুরস্কার নিচ্ছেন মালতীর বাবা নিক। দর্শক আসনে মায়ের কোলে বসে মালতী। বাদামি বডিকন পোশাকে প্রিয়াংকা মায়ের কোলে বসা মালতী সেখানেই ক্যামেরাবন্দি।

মেয়ের ত্বক কিংবা চেহারায় ভারতীয় ছাপ খুব একটা নেই। ছোট্ট মালতীকে দেখা মাত্র সকলেই একবাক্যে মানছেন, মেয়েকে দেখতে একেবারে বাবার মতো। প্রিয়াংকা চোপড়া সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনা লক্ষ করা গেছে। ভালবাসায় ভরিয়ে দিলেন দেশ-বিদেশের মানুষ।

ঠিকানা/এসআর