ঠিকানা রিপোর্ট: আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মোটামুটি ১২ মে দিনব্যাপী বৃষ্টি হবার কথা ছিলো। মেলা নিয়ে আশঙ্কায় ছিলেন আয়োজকরা। কিন্তু ভাগ্যদেবী আয়োজকদের অনুকূলে থাকায় সকাল বেলায় হাল্কা বৃষ্টি হলেও দুপুর থেকে বৃষ্টি থেমে যায়। আকাশ গোমরা মুখ করে থাকলেও আয়োজকদের মুখে ছিলো হাসি। আবহাওয়ার পূর্বাভাস ভুল প্রমাণিত হওয়ায় ও প্রকৃতি অনুকূলে থাকায় মেলার আয়োজন সার্থকই হয়েছিল। প্রকৃতির আনুকূল্য ও প্রতিকূলতার লুকোচুরির মধ্যে মাদার্স ডে উপলক্ষে দেশের এবং প্রবাসের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস গত ১২ মে দিনব্যাপী আয়োজন করে বৈশাখী মেলার। বৃষ্টি না থাকলেও ছিলো ঠান্ডার হানা। সেই ঠান্ডাকে উপেক্ষা করে মেলায় এসেছিলেন মেলা পাগল বাঙালিরা।
মেলায় তারা গান শুনেছেন, নাচ দেখেছেন, স্টল থেকে নিজেদের পছন্দের পোশাক, গয়না ইত্যাদি ক্রয় করেছেন। সেই সাথে ঝালমুড়ি, চটপটিসহ নানা ধরনের মুখরোচক খাবারও খেয়েছেন।
বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় টিভি নায়িকা রিচি সোলায়মানের চমৎকার উপস্থাপনায় দুপুরে মেলার উদ্বোধন করেন আয়োজকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক এনটিভির এম জামান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সভাপতি শাহ শাহীদুল সাঈদ, সাধারণ সম্পাদক আকিকুর রহমান ফারুক, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সোসাইটির কার্যকরি সদস্য আজাদ বাকির, পিপল এন্ড টেকের প্রতিনিধি সাহেদ আলম, মনিরুজ্জামান মিলন, শিফটের ইফতেখার ইভান, ফিউমার ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র সদস্য হারুণ ভূইয়া, গিয়াস মজুমদার, খালেদ রহমান, সোলায়মান আলী, মুন্সিগঞ্জ- বিক্রমপুর সমিতির সভাপতি শাহাদত হোসেন, কিবরিয়া চৌধুরী, এ্যাম্পায়ার স্টেট ইন্স্যুরেন্সের আলী খান, বৈশাখী রেস্টুরেন্টের তানজিল, জনতা ফার্মেসীর নিশাদ হক, কুইন্স প্যালেসের মোস্তাক, স্কোর বোস্টার ক্রেডট রিপেয়ারের খালেদ রহমান, সিলেট মোটর্সের মুন্না, এএবিজিএম’র আলিম আব্দুল, রাজ রেস্টুরেন্টের রাজ শাহা, আল চয়েসের এলিজাবেথ, মোহাম্মদ কাদের ভুইয়া, মেহেরুন নেসা, রিয়াজুল ইসলাম প্রমুখ।
সবাইকে মাদার্স ডে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী বলেন, মেলা বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এ সব অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দিচ্ছি। সেই সাথে ভিন দেশে নিজের সংস্কৃতিকে উপস্থাপন করছি।
শাহ শাহীদুল হক সাঈদ সকল মাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মাদের কারণে আমরা আজ এখানে। সুতরাং সবার উচিত মাকে শ্রদ্ধা করা এবং স্মরণ করা।
ফাহাদ সোলায়মান বলেন, আমরা শুধু একদিন নয়, মাদের ৩৬৫ দিন শ্রদ্ধা ও ভালবাসা উচিত।
মেহেরুন নেসা বলেন, মা মানেই একটি সুন্দর পৃথিবী। মাদের কারণে আমরা এই পৃথিবীতে এসেছি। একজন মা-ই পারেন তার সন্তানকে মানুষের মত মানুষ করতে। সুতরাং আমাদের জীবনে মাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
পিপল এন টেকের সাহেদ আলম এবং মনিরুজ্জামান মিলন বলেন, গত ১৫ বছর ধরে পিপল এন টেক বাংলাদেশী কম্যুমিটির সেবা করে আসছে। প্রবাসী বাংলাদেশীদের অড জব থেকে ফিরিয়ে এনে আমেরিকার উন্নত জীবন পৌঁছে দিচ্ছে। এই মুহূর্তে পিপল এন টেক ১ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করেছে। অনেকেই এর জন্য আবেদন করেছেন। ইতোমধ্যে আবেদনকারীদের সাথে আমরা যোগাযোগ করছি। আগামীতে আরো যারা আবেদন করেছেন তাদের সাথেও যোগাযোগ করা হবে। তারা আরো বলেন, যে কোন ভাল কাজের সাথে পিপল এন টেক রয়েছে এবং আগামীতেও থাকবে।
শিফটের ইফতেখার ইভান বলেন, আমরা বাংলাদেশী কম্যুনিটির সেবা করছি। আমাদের এখানে কোর্স করে অনেক বাংলাদেশী মূলধারায় চাকরি করছেন।
মোহাম্মদ জামান মেলাকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন এবং তার সাথে যারা মেলার আয়োজনে ছিলেন তাদেরও ধন্যবাদ জানান।
মেলায় সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফকির আলমগীর, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, সজল রায়, বিউটি দাস, সোনিয়া সুইটি, নুরুজ্জামান লাল্টু, বিপা, নীলা ডান্স গ্রুপ ও সুর ছন্দের শিল্পীরা। ফকির আলমগীর তার জনপ্রিয় মা গান দিয়ে শুরু করেন। কিন্তুর বৃষ্টির হানায় কয়েকটি গান করেই তাকে শেষ করতে হয়। শাহ মাহবুব গানের পূর্বে বলেন, মা দিবসে আমি আমার মাকে নিয়ে এসেছি, আর আমার ছেলে তার মাকে নিয়ে এসেছে।
দিনের প্রথম দিকে মেলায় উপস্থিতি একটু কম থাকলেও পড়ন্ত বিকেলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলা পূর্ণতা লাভ করে। উপস্থিত সকলেই শিল্পীদের সঙ্গীত প্রাণভরে উপভোগ করেন। তাদের গানের সাথে নৃত্যও করেছেন। আবার অনেকে কন্ঠ মিলিয়েছেন। আর মেলায় যারা স্টল দিয়েছেন তারাও ভাল ব্যবসা করেছেন।