দিল আফরোজ কাজী রহমান চাঁপা
আমার গৃহে যখন থাকে না
কোন ভালোবাসার মানুষ,
আমার গৃহে তখন বিরাজ করে
শুধু শূন্যতারই ফানুস ।
তখন স্রষ্টার নির্দেশে প্রকৃতি
বাড়িয়ে দেয় ভালোবাসার হাত ।
তাদের সাথে হাসি-আনন্দে
আমার কেটে যায় দিনরাত ।
আমার বাগান গিয়েছে আজ
গোলাপ এযালিয়ায় ভরে ।
আমার আঙিনায় চড়ছে
পাখিরা সারা দিন মান ভরে ।
আমার ড্রাইভওয়ের শুষ্ক ডালে
গজিয়েছে কচকচে সবুজ পাতা ।
তারা আমার কানে কানে বলছে
শুধু ভালোবাসারই কথা ।
আমি দেশের গ্রামের বাড়ি
থেকে শুরু করে আজীবন,
ভালোবেসে প্রকৃতিতে
নিবদ্ধ করেছি আমার মন ।
যখন আমার ফ্লোরিডার জীবনে
নেমে এলো মহা নিস্তব্ধতা,
প্রকৃতি এনে দিলো আমার মনে
একই মঙ্গল বারতা ।
তারা আমার কানে কানে বলে
শুধু ভালোবাসারই কথা ।
মৃত্যুও পরও আমার কবরের উপর,
মেলে দিবে তারা সুন্দর সবুজ পাতা।
গেইন্সভিল, ফ্লোরিডা।