ঠিকানা অনলাইন : করোনাভাইরাসের টিকা প্রক্রিয়া সহজতর করতে সরকারের তৈরি সুরক্ষা অ্যাপসের নিয়ন্ত্রণ এখন প্রতারকদের হাতে। কেউ সুরক্ষা অ্যাপসে গিয়ে রেজিস্ট্রশন করার পর প্রতারকচক্রের সদস্যদের জানালে তারা টিকা প্রদান ছাড়াই বের করে দিচ্ছে টিকার সনদ। এজন্য নিচ্ছে নির্ধারিত ফি। অনলাইনে বিভিন্ন গ্রুপে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা।
সুরক্ষা অ্যাপস ও জাতীয় পরিচয়পত্র তৈরির সার্ভার প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গোয়েন্দা সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতাররা হলেন- একরাম হোসেন (২০), জাহিদুল হাসান (১৯), আব্বাস উদ্দীন (২৮) ও সানোয়ার কবির (৩৭)।
৭ অক্টোবর সুনামগঞ্জের তাহিরপুর এলাকায় অভিযান চালিয়ে একরাম হোসেন, কানাইঘাটের অভিযান চালিয়ে আব্বাস উদ্দীন ও ময়মনসিংহের কালাইঘাট থেকে সানোয়ার কবিরকে গ্রেফতার করে ডিবি।
৬ অক্টোবর রাজধানীর কামরাঙ্গীর চর থেকে একরাম হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও ১৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এদের মধ্যে সানোয়ার কবির নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর। তার শিক্ষাগত যোগত্য মাস্টার্স। অন্য তিনজন ছাত্র। তাদের মধ্যে একজন মাদ্রাসায় পড়েন।
ডিবির সাইবার আ্যন্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপসসহ বিভিন্ন গ্রুপে প্রচারণা চালিয়ে এনআইডি, জন্মসনদ ও করেনাভাইরাসের টিকাদানের সনদ বিতরণ করছিল একাধিক চক্র। যথাযথ কর্তৃপক্ষের অগোচরে চক্রের সদস্যরা হাতিয়ে নিচ্ছিল মোটা অংকের টাকা।
ঠিকানা/এসআর