প্রতিদান

শহীদুল ইসলাম :

তোমার শোষণের কথাগুলো
আমার পদবাচ্যে অনবদ্য হবে,
অনুসৃত হবে তোমার কহন,
তুমি নিঃশ্বাসের অনুরণনে আছো,
তবু উচ্চস্বরে আর বিকশিত হবে না।

তোমার মিশ্র ভালবাসাগুলো
আমার উপন্যাসে রূপায়ন হবে,
উপজীব্য হবে নীল খামগুলো,
তুমি আখ্যানভাগ ও সর্বাপেক্ষায় আছো,
তবু দীর্ঘশ্বাসে আর ঠাঁই পাবে না।

তোমার স্পর্শগুলো দিয়ে
পাহাড়সমান বিমূর্ত আঁকবো,
রঙধনুতে তেপান্তর হবে,
তুমি বিস্তীর্ণ প্রান্তরেই আছো
তবু শ্বেতপাথরে আর খুঁজে পাবে না।