প্রতিবাদে শামিল কুকুরও

বিশ্বচরাচর ডেস্ক : বিশ্বজুড়ে আলোচনার অন্যতম বিষয় যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগের ঘোষণা। ইইউতে থাকার পক্ষে লন্ডন ও স্কটল্যান্ডের অবস্থান সবচেয়ে শক্তিশালী। সম্প্রতি যুক্তরাজ্যের ইইউ ত্যাগ প্রক্রিয়া বন্ধের দাবিতে লন্ডনে কুকুররা প্রতিবাদ জানিয়েছে। হাজারখানেক কুকুর লন্ডনে পার্লামেন্ট অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে। কারণ যুক্তরাজ্য ইইউ ছাড়লে পশুরাও ক্ষতিগ্রস্ত হবে বলে ‘উফেরেনডাম’ নামের এ ক্যাম্পেইনের আয়োজকরা জানিয়েছেন।
যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি না, সে সিদ্ধান্ত নিতে ২০১৬ সালের জুনে গণভোট অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইইউতে থাকা না- থাকার প্রশ্নে দেশটির জনগণই ওই গণভোটে চূড়ান্ত রায় দেয়। ব্রেক্সিটের পক্ষে অবস্থান নেওয়া রাজনীতিকসহ প্রভাবশালী ব্যক্তিদের ধিক্কার জানাতেই এ অভিনব পন্থা।
পদযাত্রার যাত্রাপথে বিভিন্ন জায়গায় কুকুরদের জন্য অস্থায়ী ‘পি স্টেশন’ বানানো হয়। আর সেখানে রাখা হয় ব্রেক্সিট সমর্থকদের ছবি। কুকুরগুলোকে ওই সব ছবির ওপর মূত্র ত্যাগে উৎসাহিত করা হয়। এসব ছবির মধ্যে বাদ পড়েনি যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং ইউকে ইনডিপেনডেন্স পার্টির নেতা নাইজাল ফারাজের ছবি। ব্রেক্সিট প্রক্রিয়া বাতিল করতে দ্বিতীয় গণভোটের দাবিসংবলিত প্ল্যাকার্ডও লাগানো হয় কুকুরের শরীরে। এ বিক্ষোভে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রাস্তায় নামেন।
ব্রেক্সিটের বিরোধিতায় বিক্ষোভকারীরা যেসব যুক্তি দেখিয়েছেন তার মধ্যে একটি হলো যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে পশু চিকিৎসক ও গৃহপালিত পশুর খাবারের সংকট দেখা দেবে। এ কর্মসূচিতে ব্রেক্সিটে নিজেদের ক্ষতির বিষয়গুলো তুলে ধরে এর পক্ষের তৎপরতাকে উন্মাদের কার্যকলাপ বলে আখ্যায়িত করা হয়।