প্রত্যাবাসন পরিস্থিতি দেখতে মিয়ানমারে রোহিঙ্গা প্রতিনিধিদল

প্রত্যাবাসনের পরিস্থিতি দেখতে মিয়ানমারে পৌঁছেছে রোহিঙ্গা প্রতিনিধিদল -সংগৃহীত

ঠিকানা অনলাইন : প্রত্যাবাসনের পরিস্থিতি দেখতে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে পৌঁছেছেন বাংলাদেশে আশ্রিত ২০ রোহিঙ্গাসহ ২৭ সদস্যের প্রতিনিধিদল। আজ ৫ এপ্রিল (শুক্রবার) বেলা ১১টার দিকে তারা মংডু শহরে পৌঁছান। এদিন সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া ঘাট থেকে যাত্রা করে প্রতিনিধিদলটি।

প্রতিনিধিদলে কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের ২০ রোহিঙ্গা কমিউনিটি নেতা রয়েছেন। এদের ১৭ জন পুরুষ ও তিনজন নারী। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তার সঙ্গে আছেন অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. খালেদ হোসেন এবং গোয়েন্দা সংস্থার সদস্য, দোভাষী ও রোহিঙ্গা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তারা।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিস্থিতি অনূকুল কি না, তা দেখতে এই সফর। রোহিঙ্গা প্রতিনিধিদলের সদস্যরা সেখানে মূখ্য ভূমিকা পালন করবে। যেহেতু রাখাইনে প্রত্যাবাসন করার কথা রয়েছে, তাই তাদের সরেজমিন অভিজ্ঞতা প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ। শুক্রবার বিকালে প্রতিনিধিদল টেকনাফ ফিরে আসবে।’

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্র জানায়, ২০১৮ সালে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশে আশ্রিত আট লাখ ৮২ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দেয় বাংলাদেশ। সেই তালিকা যাচাই-বাছাই করে প্রত্যাবাসনের জন্য ৬৮ হাজার রোহিঙ্গার একটি তালিকা চূড়ান্ত করে পাঠায় মিয়ানমার।

ঠিকানা/এসআর