প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ

স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর অলরাউন্ডার জেসন হোল্ডারের এই ছবিই বলে দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে না থাকার যন্ত্রণা কতটা পোড়াবে তাদের। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে না। জিম্বাবুয়েতে অনুষ্ঠানরত বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় চূড়ান্তপর্বে ওঠার সুযোগ হাতছাড়া হয়ে গেছে তাদের।

প্রথম পর্বে নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ায় শূন্য হাতে সুপার সিক্সে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে ছিল তারা। এই পর্বে তিন ম্যাচের সব কটিতে জিতলে ক্ষীণ একটা সম্ভাবনা ছিল ক্যারিবীয়দের। কিন্তু প্রথম ম্যাচেই স্কটিশদের কাছে হেরে গেল তারা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে উইন্ডিজদের ১৮১ রানে বেঁধে ৩ উইকেটেই ওই রান তুলে ফেলে স্কটল্যান্ড। একদা পরাক্রমশালী ক্যারিবীয়দের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে চতুর্থ ম্যাচে এসে জয়ের স্বাদ পেল তারা।

স্কটিশদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে জেসন হোল্ডার (৪৫) ও রোমারিও শেফার্ড (৩৬) মিলে দলকে চূড়ান্ত অবমাননার হাত থেকে বাঁচান। ব্র্যান্ডন ম্যাকুমলেন ৩২ রানে ৩ এবং ক্রিস সোল, মার্ক ওয়াট ও ক্রিস গ্রিভস নেন দুটি করে উইকেট।

হোল্ডার প্রথম বলেই উইকেট নিয়ে আশার সঞ্চার করলেও ম্যাথু ক্রস ও ম্যাকমুলেন ১২৪ রানের জুটি গড়ে ছুড়ে ফেলে দেন ক্যারিবীয়দের। ১০৭ বলে ৭৪ রান করে অপরাজিত থেকে যান ক্রস। ১০৬ বলে ৬৯ রান করা ম্যাকমুলেন হয়েছেন ম্যাচসেরা।

গ্রুপ পর্ব থেকে ওমানকে হারানোর সুবাদে ২ পয়েন্ট নিয়ে আসা স্কটল্যান্ডেরও বিশ্বকাপ খেলার একটা সম্ভাবনা জাগল এই জয়ে। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। তবে বাকি দুই খেলার প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। কাল জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে চূড়ান্ত পর্বে।

ঠিকানা/এনআই