ঠিকানা অনলাইন : সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত শতাধিক প্রবাসী বাংলাদেশির মাঝে প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ জুলাই সোমবার দুবাই ও আবুধাবি শহরের প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো বিদেশে বসে ভোটার হওয়ার পাশপাশি নিজেদের পরিচয়পত্র হাতে পাবেন।
৮ জুলাই শনিবার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এসব কথা বলেন।
প্রবাসীদের স্মার্টকার্ড তুলে দিতে আগামীকাল রোববার নির্বাচন কমিশনার আহসান হাবিব খানের নেতৃত্বে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ৪ সদস্যবিশিষ্ট একটি টিম সংযুক্ত আরব আমিরাত সফর করবে। পরের দিন সোমবার রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল এবং নির্বাচন কমিশনারের উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এর আগে চলতি বছরের মে মাসের শেষের দিকে দুবাই ও আবুধাবি শহরে যায় ইসির দুই টেকনিক্যাল টিম। সেখানে যন্ত্রপাতি স্থাপন, তথ্য সংগ্রহ এবং দায়িত্ব পালনকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসে ইসির টিম।
২০১৯ সালের ৫ নভেম্বর কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। এরপর করোনা মহামারির কারণে সেই উদ্যোগ খুব বেশি দূর এগোতে পারেনি। পরে বর্তমান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো প্রবাসে বসেই প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ করে দেয়।
প্রবাসী বাংলাদেশিদের হাতে এনআইডি তুলে দেওয়া নির্বাচন কমিশনের দীর্ঘ দিনের প্রত্যাশা উল্লেখ করে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ‘সে উদ্যোগ সফল হতে যাচ্ছে। এতে প্রবাসীদের নানা প্রকার নাগরিক সেবা নেওয়া ও রেমিট্যান্স পাঠানো সহজ হবে, দেশও আর্থিকভাবে সমৃদ্ধ হবে।’
এর ফলে দেশের বাইরে জাতীয় পরিচয় নিবন্ধনের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন কমিশনার আহসান হাবিব খান। তিনি বলেন,‘ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে।’
প্রবাসী বাংলাদেশিরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে চান উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে এনআইডি না থাকায় অনেকে হুন্ডির মাধ্যমে দেশে অবৈধ উপায়ে অর্থ পাঠাতেন। এখন এনআইডি পেলে হুন্ডির পথ রোধ হবে, বৈধ পথে রেমিট্যান্স আসবে। এতে দেশের রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে। পাশাপাশি এ সেবা মোবাইল ব্যাংকিসহ নাগরিকদের নানা কাজেও লাগবে।’
ঠিকানা/এনআই