ঠিকানা ডেস্ক : যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ রাজপরিবারের ইন্সটাগ্রাম একাউন্টে প্রথমবারের মতো একটি চিঠির ছবি পোস্ট করেছেন। গত ৭ মার্চ লন্ডনের সায়েন্স মিউজিয়াম পরিদর্শনকালে এ পোস্ট দিয়ে মিউজিয়ামটির নতুন স্মিথ সেন্টার উদ্বোধন করেন রানী। এ সময় সবাই করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
রাজপরিবারের অফিসিয়াল এ ইনস্টাগ্রাম একাউন্ট চালু হয়েছিল ২০১৩ সালে। তারপর থেকে এ একাউন্টের স্টাফরাই রানীসহ রাজপরিবারের অন্য সদস্যদের নানা কাজকর্মের খবর এবং বিস্তারিত খুঁটিনাটি নিয়মিত একাউন্টে পোস্ট করে আসছে। একাউন্টটির ফলোয়ারের সংখ্যা ৪৫ লাখ। গত ৭ মার্চ রানী প্রথম নিজে হাতে পোস্ট দিয়ে একাউন্টটি আপডেট করলেন। এ দিন আইপ্যাড স্ক্রিনে হাত দিয়ে রানী ১৯ শতকে প্রিন্স অ্যালবার্টকে লেখা আবিষ্কারক ও গণিতবিদ চার্লস ব্যাবেজের একটি চিঠি পোস্ট করেন। কম্পিউটারে জনক হিসেবে পরিচিত ব্যাবেজ ১৮৪৩ সালে এলবার্টকে পাঠানো ওই চিঠিতে নিজের ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’ নামে একটি মেকানিক্যাল কম্পিউটারের পরিকল্পনার কথা লিখেছিলেন, যার ভিত্তিতে পরে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ধারণা প্রবর্তন করেছিলেন অ্যাডা লাভলেস। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় বরাবরই সমর্থন দিয়ে আসছেন রানী। এর আগে ২০১৪ সালেও তিনি সায়েন্স মিউজিয়াম পরিদর্শনকালে প্রথম টুইট করেছিলেন। তা ছাড়া, রানীই প্রথম ১৯৯৭ সালে চালু করেন ব্রিটিশ রাজতান্ত্রিক ওয়েবসাইট। ১৯৭৬ সালে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনকালে তিনি প্রথম ই-মেইল করেন।