তানিজা খানম জেরিন
শরৎসন্ধ্যা নামে বহু বর্ণিল পাতা ঝরার মর্মর শব্দে
ঘন কালো অন্ধকার কাটিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালি
অদৃশ্য অণুজীব নিমূর্লে এ ধরায় এসো দীপান্বিতা
অন্তরের আলোয় উজ্জ্বল প্রদীপ শিখা জ্বালিয়ে।
যুগ যুগান্তরের সব দীনতা মলিনতা স্ফটিকের ন্যায় মুছে দাও
নিখিলের এই আনন্দ ধারায় আলোর প্রদীপ জ্বালিয়ে দাও
বিশ্ব আজ ঘন তমসাময় মৃত্যু ভয়ে আজ আতঙ্কিত মানব
প্রদীপের আলোয় দেয়াল বিহীন নিলয়কে কর করোনামুক্ত।
অগণিত সঙ্কটে বিশ্ববাসীর আজ নাভিশ্বাস
এই শুভ সন্ধ্যায় করে দাও আলোকিত বিশ্বময়
পাহাড়সম সঙ্কটে আজ মানবকুল নিমজ্জিত
দীপান্বিতা তুমি এসো ঘোর অন্ধকার ঘুচাতে।
আতশবাজির আওয়াজে অশুভ শক্তিকে কর পরাজিত
হিংসা বিদ্বেষ ভুলে অন্তর আত্মাকে কর নির্মল পরিশুদ্ধ
বিশ্ব হৃদয়ে হোক ভূতচতুর্দশী দেওয়ালীর সম্মিলিত সম্প্রীতি
করোনা সঙ্কটেও মানবকুলের হৃদয়ে থাকো প্রদীপের সমষ্টি।
-নিউইয়র্ক