প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নুরএলাহি মিনা

মো. নুরএলাহি মিনা। ছবি: সংগৃহীত

ঠিকানা অনলাইন : প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. নুরএলাহি মিনা। শেখ হাসিনার

আজ ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেয়া হয়।

আদেশে বলা হয়, ‘তাকে (নুরএলাহি মিনা) বদলিপূর্বক স্ববেতনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হলো।’

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবেও কাজ করেছেন তিনি।

নুরএলাহি মিনা ১৯৭৩ সালের ৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাট্টাইধোবা গ্রামে জন্মগ্রহণ করেন।

ঠিকানা/এসআর