
জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সোহানা সাবা। তার এখনকার ব্যস্ততা একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে। রয়েছে কলকাতার নতুন সিনেমার প্রস্তাব। সেই সঙ্গে ছোট পর্দার জন্য কিছু নাটকেও কাজ করছেন।
চলচ্চিত্র ‘মধুর ক্যান্টিন’…
প্রথমেই বলে নিই, এ সিনেমাটি নিয়ে প্রথম থেকে এক ধরনের ভুল পাবলিসিটি হয়েছে। তাতে দেখানো হয়েছেÑ আমি এতে প্রধান চরিত্রে অভিনয় করছি না, কিন্তু এটি ভুল, আমি এই সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করছি। শুধু এই সিনেমা নয়, যেকোনো কাজের ক্ষেত্রে প্রধান চরিত্র না হলে আমি অভিনয় করি না। এবার আসি সিনেমাটি প্রসঙ্গে। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালায়। মধুর ক্যান্টিনের মধুদাকে হত্যা করা হয়। এ নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মধুর ক্যান্টিন’। পরিচালনা করছেন সাঈদুর রহমান সাঈদ। মহরত হলেও এখনো শ্যুটিং শুরু হয়নি। আগামী মাসে ক্যামেরা অন হবে সিনেমাটির। এই সিনেমায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়পড়–য়া একজন মেয়ে। মধুর ক্যান্টিনে বসেই রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আলাপ-আলোচনা চলতে থাকে। এই মেয়েটিও সেই আলাপে অংশ নেয়। মিছিল-মিটিংয়ে যায়। সে দেখে কীভাবে একটি লেখাপড়া না জানা মানুষ (মধুদা) পরিবেশের কারণে রাজনীতিসচেতন হয়ে উঠছে।
বাণিজ্যিক ঘরানার সিনেমায়…
এই প্রথম একেবারে নাচে-গানে ভরপুর একটি সিনেমায় অভিনয় করছি। ‘আব্বাস ওটু’ নামের এই সিনেমাটিতে আমার বিপরীতে আছেন নীরব। এক দিন মাত্র গানের শ্যুটিং করলেই শেষ হয়ে যাবে সিনেমাটি। তবে এই সিনেমার অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। অনেক কিছু করেছি, যা আগে কখনো পর্দায় করিনি। অ্যাকশন করতে হয়েছে, যেটি একেবারেই নতুন। একটা মজার বিষয় হলো, আমি এ যাবৎ যে ধরনের কাজ করেছি, তা আমার বাস্তব চরিত্রের সঙ্গে মিল নেই। কিন্তু এই সিনেমাটির সঙ্গে কিছুটা হলেও মিল পাবেন দর্শক।