মেরিল্যান্ড : যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমির অবসরপ্রাপ্ত প্রফেসর ড. কামরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ (ইন্না…রাজিউন) করেছেন। তাকে তার জন্মস্থান খুলনায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তিনি মেরিল্যান্ডের কলেজপার্ক ও পরবর্তীতে বুয়েতে স্থায়ীভাবে স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকাকালীন বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে রসায়ণশাস্ত্রে গবেষণা এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমিতে সহকারি অধ্যাপক হিসাবে দীর্ঘকাল সুনামের সাথে শিক্ষকতা করেন। মৃত্যুকালে তিনি দু’ছেলে, দু’মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী, বন্ধু, ছাত্রছাত্রী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গত ২ মার্চ মেরিল্যান্ডের গ্যামব্রিলস্থ মক্কা লার্নিং সেন্টারে (এমএলসি মসজিদ) বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে স্মৃতিচারণে স্থানীয় কমিউনিটির স্বনামধন্য ব্যক্তিবর্গ, তার সহকর্মী, বন্ধু ও আত্মীয়-স্বজন ড. ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, নিষ্ঠা ও সততার ভ‚য়সী প্রশংসা এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি।