সরকার আবার প্রবাসীদের ভোটার করতে যাচ্ছে। তবে একসঙ্গে সব প্রবাসীকে নয়, পর্যায়ক্রমে। প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাঙালিরাই সেই সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। সরকার এর আগেও প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নিয়ে পরে আবার সে উদ্যোগ বাতিল করে দেয়। সরকারের নির্দেশে নির্বাচন কমিশন নতুন করে সেই উদ্যোগ গ্রহণ করেছে। এবং এবার ধাপে ধাপে প্রবাসীদের ভোটার করা হবে বলে পত্রিকা সূত্রে জানা গেছে।
কে জানে এবারের উদ্যোগও শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কি না। ইসির পক্ষ থেকে প্রথম ধাপে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাঙালিদের ভোটার করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে নির্বাচন কমিশন জানিয়েছে, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। গুরুত্বপূর্ণ একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আবুধাবি সফর করবেন বলে জানা গেছে। কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহমদ হাবিব খান।
‘প্রবাসীদের ভোটার করার ফের উদ্যোগ’ শিরোনামে প্রকাশিত ঠিকানার একটি সংবাদে ইসি জানিয়েছে, প্রবাসীদের ভোটার করার উদ্যোগের ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি ইসি সচিবালয়ে একটি বৈঠক হয়েছে। খবরটি ঠিকানার প্রথম পৃষ্ঠায় ১ মার্চ সংখ্যায় প্রকাশিত হয়েছে। খবরটিতে বলা হয়, এরই মধ্যে এ-সংক্রান্ত একটা খসড়া প্রস্তাবনা তৈরি করা হয়েছে। এখন চলছে পর্যালোচনা। যাচাই-বাছাইয়ের প্রস্তাবনাটি এনআইডি উইং নির্বাচন কমিশনে উপস্থাপন করবে। এরপর কমিশনের সভায় পাস হলেই দুবাই যাবে ইসির প্রতিনিধি দল। এরপর পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালিদের ভোটার করার প্রক্রিয়া শুরু করবে।
প্রবাসীদের ভোটার করার উদ্যোগ ইতিপূর্বে ১/১১ সরকার আমলে ড. শামসুল হুদা কমিশনের দুজন কমিশনার অভিজ্ঞতা অর্জনের জন্য যুক্তরাজ্য সফর করেছিলেন। প্রাক্তন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ কয়েক দফা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন। ২০১৯ সালের নভেম্বরে কেএম নুরুল হুদা কমিশন মালয়েশিয়ায় অনলাইনে নিবন্ধনের কার্যক্রম শুরু করলে করোনার জন্য সে উদ্যোগেও ভাটা পড়ে।
তাই এবারের উদ্যোগ নিয়েও প্রবাসীদের মনে সংশয়। কে জানে অতীতের মতো কর্মকর্তাদের বিদেশ সফরের মধ্যেই সব কার্যক্রম শেষ হয়ে যায় কি না। সংশয় জাগা স্বাভাবিক হলেও এবার আমরা গভীরভাবে আস্থা রাখতে চাই এবারের নির্বাচন কমিশনের উদ্যোগের ওপর। আমরা চাই ধারাবাহিকভাবে হলেও সব প্রবাসীর ভোটাধিকার প্রাপ্তি। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটুক এবার প্রবাসীদের ভোটার করার উদ্যোগের সফল সমাপ্তির মধ্য দিয়ে।