প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক : প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টায় জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্ট হয়েছে। ওই সভায় প্রবাসী নরসিংদীবাসী ও সোসাইটির সব নেত্রীবৃন্দ (কার্যকরী পরিষদ ও পরিচালনা পরিষদ), সাধারণ সদস্যদের এক যুগে উপস্থিত থাকার জন্য সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন- প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সভাপতি, আশরাফ উদ্দিন, সিনিয়র সহসভাপতি, মো. জয়নাল আবেদিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবুছাইন আখতার (বাবুল), সোসাইটির কো. চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আলহাজ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ, পরিচালক বাবু প্রদীপ মালাকার, পরিচালক সুলতান উদ্দিন আহমেদ, পরিচালক বাবু রবীন্দ্র চন্দ্র বর্মণ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক বাবু খোকন সাহা, কোষাধ্যক্ষ নূরুজ্জামান আলি, সহসাধারণ সম্পাদক মো. মজিদ ভূঁইয়া সহসাধারণ সম্পাদক মো. আমিনুল হক, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক কামরুদ্দীন আহম্মেদ (বাবুল), সাংগঠনিক সম্পাদক আবু কালাম সেলিম, সাহিত্য সম্পাদক মো. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, মিলনায়তন সম্পাদক জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, ডা. তাজুল ইসলাস, মো. মজিবর রহমান (মাস্টার), বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আমজাদ হোসেন, তানিম জাবের, রাহুল বর্মন দিপু ,মো: আলতাফ হোসেন, মো. ইব্রাহিম , শফিকুর রহমান , নূরুল আমিন , আকতার হোসেন, হুমায়োন কবির, মো: মোস্তাক আহামেদ, সদস্য মো.মুসফিকুজ্জামান ভূইয়া (ঝন্টু) প্রমুখ। উপস্থিত সকলের কন্ঠ ভোটের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত হন ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ, নির্বাচন কমিশন বাবু খোকন সাহা, নির্বাচন কমিশন নুরুজ্জামান আলী। গঠনতন্ত্র অনুযায়ী যেহেতু একেবারে শেষ সময়, তাই প্রধান নির্বাচন কমিশন উপস্থিত সকলকে আজকেই নতুন কমিটি উপহার দিবে কিনা, বা কিছুদিন অপেক্ষা করবে তা হাউজের সকলের মতামত জানতে চায় ।

উপস্থিত সকলের ১০০ মত নিয়ে নতুন কমিটি উপহার দেওয়ার সিদ্ধান্তে উপনিত হয়। তারপর প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনদের মাধ্যমে সভাপতি পদে উপস্থিত সকলের মধ্য থেকে কোন প্রস্তাব-সমর্থন আছে কিনা জানতে চায়? তারপর হাউজ থেকে সুলতান উদ্দিন আহাম্মদ সাহেব সভাপতি হিসেবে মো. জয়নাল আবেদীন ভূঁইয়ার নাম প্রস্তাব করেন। এবং সবাই এই প্রস্তাব সমর্থন করে। তারপর নির্বাচন কমিশন আর ও ৫ মিনিট সময় দেয়। এবং সভাপতি পদে আরও কোনো প্রার্থী আছে কি না জিজ্ঞাস করে। পাঁচ মিনিট পর সভাপতি পদে আর কোনো পার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. জয়নাল আবেদীন ভূঁইয়াকে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করে। তারপর শুরু হয় সাধারণ সম্পাদক নির্বাচন প্রক্রিয়া। আবারও নির্বাচন কমিশন উপস্থিত সবার কাছে জানতে চায় তাদের মধ্য থেকে সাধারণ সম্পাদক পদে কোনো প্রস্তাব/সমর্থন আছে কি না? তারপর প্রাক্তন সভাপতি আশরাফ উদ্দিন সাহেব সাধারণ সম্পাদক হিসেবে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন মৃধার নাম প্রস্তাব করেন ।

তারপর উপস্থিত হাউজের সবাই এ প্রস্তাবে প্রধান নির্বাচন কমিশনের কাছে জোর আপত্তি জানায়। প্রধান নির্বাচন কমিশন জানতে চান আপনাদের প্রস্তাবিত আর ও অন্য কোনো প্রার্থী আছে কি না না? উপস্থিত ৯৫ শতাংশ লোকজন সবাই সাবেক সাধারণ সম্পাদক মো. আবুছাইন আখতার (বাবুল) কে পুনরায় আরও দুই বছরের জন্য দায়িত্বে রাখার জন্য প্রস্তাব করেন। এবং সবাই এই প্রস্তাব সমর্থন করেন। তারপর প্রধান নির্বাচন কমিশন বলেন, সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী উনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এটা এক মাত্র সম্ভব উপস্থিত লোকের ৪/৩ তৃতীয়াংশ লোকের সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপর গঠনতন্ত্র সংশোধন/সংযোজন করা হয় (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ ধারা মোতাবেক)। উপস্থিত ৯৫ শতাংশ লোকজনের স্বাক্ষরের মাধ্যমে সংবিধান সংশোধন করে মো. আবুছাইন আখতার (বাবুল)-কে ২০২১-২২ইং এর সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। এবং মো. আলমগীর হোসেন মৃধা নিজে তার প্রার্থী তা প্রত্যাহার করে। সেই সুবাদে মো. আবুছাইন আখতার (বাবুল) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবারও সাধারণ সম্পাদক হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সব নেত্রীবৃন্দ ও প্রবাসী নরসিংদীবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী নরসিংদীবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। নবনির্বাচিত সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুছাইন আখতার (বাবুল)। বিজ্ঞপ্তি।