প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি বার্ষিক বনভোজন

নিউইয়র্ক : প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির বনভোজনের উদ্বোধন।

ঠিকানা রিপোর্ট : লং আইল্যান্ডের হ্যামস্টেট লেক পার্কে হয়ে গেল প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন। গত ৩১ জুলাই সকাল ১০টায় সংগঠনের সভাপতি শাহ আলম, আহ্বায়ক মঈনউদ্দিন আহম্মেদ বাচ্চু, উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, বনভোজন কমিটির সদস্যবৃন্দ ও অতিথিরা বেলুন উডিয়ে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন নাসির, সদস্য সচিব একে এম মামুনুর রশিদ ও ম্যাগাজিন সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির।
প্রায় ৫ শতাধিক অতিথির উপস্থিতিতে বনভোজন এলাকায় এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। শুরুতেই সবাইকে সকালের নাস্তা পরিবেশন করেন অ্যাডভোকেট রেজাউল করিম, লিয়াকত খান ও আবু তালেব মাদবর। প্যাভিলিয়নকে সাজিয়ে তোলেন এস ইসলাম মামুন, অ্যাডভোকেট রেজবুল কবির।
মাঠে ছিল বাঁশির হুঁইসেল আর শিশুদের খেলাধুলা। পরিচালনায় ছিলেন মো. রনি, মশিউর রহমান, বেলায়েত হোসেন, বিশ্বজিৎ কে পলাশ, আশিক হায়দার, বকুল আপা ও মো. সৈকত। ছোট্ট বাচ্চাদের খেলনা পরিচালনায় ছিলেন মো. মাজহারুল ইসলাম মিরন। মাঠের মধ্যে ছিল মহিলাদের আকর্ষণীয় বালিশ খেলা ও বল নিক্ষেপ। মাঠের অন্যপ্রান্তে ছিল রসালো তরমুজ খাবার ধুম।
প্যাভিলিয়নের পাশে ছিলেন মো. মহসিন ও উপদেষ্টা মোশারফ হোসেন সবুজের নেতৃত্বে অতিথিদের রেজিস্ট্রেশন, ম্যাগাজিন উন্মোচন। নামাজের বিরতির পরে সুস্বাদু দুপুরের খাবার।
বিকেলে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনা করেন জেসমিন বেগম। তাকে সহায়তা করেন ডা. পারভেজ। শিল্পী মরিয়ম মারিয়া ও ডা. পারভেজের গানে প্রানচঞ্চল্য ফিরে পায়। সাথে ছিল ইতির নৃত্য। গিটার বাজিয়ে গান পরিবেশন করেন সজীব নিশাত ও রুহিন হোসাইন। কৌতুক পরিবেশন করেন নর্থ বাংলা রেফার আনছার। মনকে চাঙ্গা রাখার জন্য ছিল আল আমিনের চা ও ঝাল মুড়ি, সাথে ছিল খালেদ হোসেন।
ছিল মনোমুগ্ধকর যেমন খুশি তেমন সাজো। উপদেষ্টা রফিকুল ইসলাম জিয়ার নেতৃত্বে রাফেল ড্র। ছিলো স্বর্ণের নেকলেস, চেইনসহ আকর্ষণীয় পুরস্কার।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, রাজনীতিবিদ জিল্লুর রহমান জিল্লু, মিল্টন ভূঁইয়া, জসিম উদ্দিন ভূঁইয়া, হাবিবুর রহমান সেলিম রেজা, বরগুনা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কানেকটিকাট সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
পরিশেষে প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম খান, প্রধান উপদেষ্টা একে আজাদ তালুকদার, সদস্য সচিব একে এম মামুন উর রসিদ, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন নাসির, আহ্বায়ক মঈন উদ্দিন বাচ্চু ও সভাপতি শাহ আলম যেসব ব্যাক্তি ও প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়ে সহায়তা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবারের মতো বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।