প্রবাসী মতলব সমিতির জমজমাট ইফতার

ঠিকানা রিপোর্ট : প্রবাসী মতলব সমিতি ইনক এর ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় পরিবেশে গত ৩ জুন জ্যাকসন হাইটস এর পালকী পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাকিল মিয়া।
দোয়া ও বয়ান পরিচালনা করেন মোহাম্মদ সেলিম। তার আগে সকল রোজাদারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি সাকিল মিয়া। তিনি তার আয়োজনে কোনো ভুল-ত্রুটি হলে তার জন্য সকলের ক্ষমাসুন্দর, উদার দৃষ্টি আশা করে বলেন, পবিত্র রমজানের এ ইফতার মাহফিল যতটুকু সফল হয়েছে তা আপনাদের সকলের সদয় উপস্থিতির জন্য। তিনি প্রবাসী মতলব সমিতিকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে সকলের ঐক্য কামনা করে সকলের জীবনে রোজা সার্থক হোক, প্রত্যাশা করেন। তিনি বলেন, প্রবাস জীবনে আমাদের যে সীমাবদ্ধতা, যে সব প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতা, রমজানের শিক্ষা সেসব কাটিয়ে উঠতে সাহায্য করুক। আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে আমরা সবাই সফল হই, সকলের মধ্যে যেন সৌহার্দ্য-সম্প্রীতি বিরাজ করে সে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাহায্য করেন। তিনি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।


মোহাম্মদ সেলিম কোরআন ও সুন্নাহর আলোকে সিয়াম সাধনার তাৎপর্য তুলে ধরেন। তিনি জীবিত মৃত সকলের শান্তির জন্য দোয়া করে। সকলের রোজা যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়- সে জন্য আল্লাহ পাকের কৃপা প্রার্থনা করে দোয়া করেন।
ইফতার মাহফিল সফল করে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেন অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক মিঞা রহমান লিটন, মো. কবির রতন, ইফতার মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার দুলাল, সদস্য সচিব মো. হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক সোমেল মিয়া, যুগ্ম সদস্য সচিব নাজির উদ্দিন পাটোয়ারি।