ঠিকানা রিপোর্ট: প্রবাসের অন্যতম আঞ্চলিব সংগঠন প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইনকের নব নির্বাচিত কমিটির বর্ণাঢ্য এবং জমজমাট অভিষেক সম্পন্ন হয়েছে। উপচে পড়া দর্শকদের স্বত:স্ফূর্ত শরীয়তপুরবাসী এবং কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের সরব উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠানটি গত ৬ মে সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। কয়েক পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো নতুন কমিটির শপথ গ্রহণ, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম অংশে প্রধান নির্বাচন কমিশনার আকবর চৌধুরীর সভাপতিত্ব করেন এবং নির্বাচন কমিশনের অন্যতম সদস্য মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ টগর পরিচালনা করেন। শপথ গ্রহণ এবং দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন মোহাম্মদ দুলাল হোসেন মাল এবং পরিচালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ টগর, রহমত উল্যাহ, নাজমুল হক রিপন, মাইনুদ্দিন মঈনুল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, দিল রওশন খন্দকার, ইমতিয়াজ হাসান জামাল, উপদেষ্টা নজরুল ইসলাম, সাবেক সভাপতি রতন শরিফ, ঢাকা থেকে আগত ঢাকা উত্তরের প্যানেল মেয়র ডেইজি সারওয়ার।
নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আকবর চৌধুরী। অভিষিক্ত কর্মকর্তারা হলেন- সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন মাল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ সভাপতি আব্দুল মান্নান ঢালি, সরদার সিরাজুল ইসলাম, শেখ এ আলী, মোহাম্মদ এস হক, সৈয়দ আব্দুল হাদি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, সংগঠনিক সম্পাদক চৌধুরী জি কাউসার, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন, দপ্তর সম্পাদক মোনোয়ার মুন্সী, প্রচার সম্পাদক সৈয়দ আহমেদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম আনসার, সাহিত্য সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম রকি, অপ্যায়ন সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ আলী মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক দিপালী আক্তার, কার্যকরি সদস্য- ইউনূছ আলী, সৈয়দ এম জলিল, বাবুল আহমেদ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাহমুদ হোসেন বাদশা, মনোয়ার হোসেন, কার্তিক চন্দ্র সাহা, মোহাম্মদ এ উদ্দিন, কে এম সুমন মিয়া ও মোহাম্মদ কামাল উদ্দিন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন- প্রধান নির্বাচন কমিশনার আকবর আলী, সদস্য মোহাম্মদ ইসমাইল জাবিউল্যাহ টগর, রহমত উল্লাহ, নাজমুল হক ও মাইন উদ্দিন। নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং সুন্দর এবং সুষ্ঠু নির্বাচর করার জন্য নির্বাচন কমিশনের সকল সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। শপথ গ্রহণের পর নব নির্বাচিত কমিটির কাছে জিনিসপত্র হস্তান্তর করেন বিদায়ী সভাপতি রতন শরিফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আহসান নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হচ্ছে শরিয়তপুর জেলা। আশা করি আপনারা আপনাদের কর্মকান্ডে শরিয়তপুরের ঐতিহ্য বজায় রাখবেন। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিতি দেখে মনে হচ্ছে শরিয়তপুরবাসী ঐক্যবদ্ধ। আপনাদের যে কোন প্রয়োজনে আমাদের সব সময় সহযোগিতা থাকবে।
নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন মাল বলেন, আপনারা আমাদের উপর যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমরা তা আপনাদের সহযোগিতা এবং মতামতের ভিত্তিতে তা পালন করবো। তিনি বলেন, আমরা শরিয়তপুর সমিতিকে প্রবাসে আদর্শ সংগঠনে পরিণত করতে চাই।
সাধারণ সম্পাদক হুমায়ন কবির অভিষেক অনুষ্ঠান এবং পুনর্মিলনীকে সফল ও স্বার্থক করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করে সবাইকে আপ্লুত করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী শুভ্র দেব, প্রবাসের জনপ্রিয় নৃত্য শিল্পী প্রিয়া ডায়াস ও সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা।