
ঠিকানা রিপোর্ট: ২১ ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রবাসের বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। প্রবাসের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন জালালাবাদ এসোসিয়েশন, মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনা মঞ্চ একুশ পালনে কর্মসূচি ঘোষণা করেছে। বাংলাদেশ সোসাইটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি পালন করা হবে উডসাইডের গুলশান টেরেসে। অনুষ্ঠান শুরু হবে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে। রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে একুশ পালন করা হবে উডসাইডের কুইন্স প্যালেসে। অনুষ্ঠান শুরু হবে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এবং রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হবে। জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের উগ্যোগে একুশ পালন করা হবে জ্যাকসন হাইটনে ডাইভার সিটি প্লাজায়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতি মাতৃভাষা দিবস পালন করা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। ব্রঙ্কসে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা ২০ ফেব্রুয়ারি দিবগত রাত ১২টা ১ মিনিট ব্রঙ্কসের গোল্ডেন সেন্টারে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। তা চলবে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের আগ পর্যন্ত।
এ ছাড়াও বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রুকলীন, ব্রঙ্কসসহ অন্যান্য এলাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে একুশ পালন করা হবে।
ব্রঙ্কসে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা
ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মত এবারো বিন¤্র শ্রদ্ধায় বাংলাদেশের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। আগামী ২১ ফেব্রুয়ারি নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের লক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের লক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ব্রঙ্কস সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। এ উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি রোববার ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে যথাযথভাবে দিবসটি উদযাপনের লক্ষে উদযাপন কমিটি কর্মসূচি চূড়ান্ত করে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাত ফেরী, একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা, স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণমালা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। নিউইয়র্ক সময় একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে গোল্ডেন প্যালেসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে আয়োজক সংগঠনসহ অন্যান্যরা।
উদযাপন কমিটির চেয়ারম্যান প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং কমিটির মেম্বার সেক্রেটারী শাহেদ আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুস সহিদ, আব্দুল বাছির খান, মাহবুব আলম, আবদুল হাসিম হাসনু, হাসান আলী, আবদুল মুহিত, আহবাব চৌধুরী, আনোয়ারুল ভূইয়া, চীফ কোঅর্ডিনেট এ ইসলাম মামুন, নজরুল হক, নুর উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু, মোঃ শামীম আহমদ, ফরিদা ইয়াসমিন, রেক্সনা মজুমদার, কবি নাসরিন চৌধুরী, কবি জুলি রহমান, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মুন্সী বশির উদ্দিন, তৌফিকুর রহমান ফারুক, মোঃ রফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, আলাউদ্দিন পলাশ, মো. মাসুদ পারভেজ মুক্তা, বকতিয়ার রহমান খোকন, জসিম উদ্দিন, জহুরুল ইসলাম, তানিম চৌধুরী প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।