প্রবাস থেকে দেশে স্বজনদের সেবায় উৎসব হেলথ কেয়ার

ঠিকানা রিপোর্ট : ই-কমার্স জগতে অগ্রগণ্য বাংলাদেশিমালিকানাধীন স্বনামধন্য প্রতিষ্ঠান উৎসব গ্রুপ প্রবাসীদের জন্য দারুণ এক সেবা নিয়ে হাজির হয়েছে। নতুন এ সেবার মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা তাদের মা-বাবা ও স্বজনের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবেন। উৎসব গ্রুপের নতুন এ সেবার নাম উৎসব হেলথ কেয়ার।
উৎসব গ্রুপ ইতোমধ্যেই বাংলাদেশের সীমানা পেরিয়ে তাদের ই-কমার্স ব্যবসা বিস্তৃত করেছে। এ মুহূর্তে ৪৫টি দেশে চলছে তাদের কার্যক্রম। যুক্তরাষ্ট্রে উৎসব গ্রুপের প্রধান কার্যালয়। এছাড়াও যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে রয়েছে তাদের কর্পোরেট কার্যালয়।
উৎসব হেলথ কেয়ার চালু উপলক্ষে গত ১০ ডিসেম্বর শনিবার নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান। সোনিয়া সিরাজের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব হেলথ কেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ডা. বি এম আতিকুজ্জামান এবং আরিফ ইউসুফ।
সংবাদ সম্মেলনে অনলাইনে উপস্থিত থেকে কথা বলেন উৎসব হেলথ কেয়ারের সহ-প্রতিষ্ঠাতা মৃদুল চৌধুরী, মুনিরুল ইসলাম এবং অপারেশন ডিরেক্টর ডা. নুসরাত আফসানা।

নিউইয়র্ক : সংবাদ সম্মেলন উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামানসহ অন্যান্যরা।


সংবাদ সম্মেলনের প্রবীণদের স্বাস্থ্যসেবার গুরুত্ব এবং বয়সজনিত রোগের প্রতিরোধ বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচকরা কথা বলেন। সেই সাথে উৎসব হেলথ কেয়ারের মূল দু’টি সেবাই প্যারেন্টস কেয়ার এবং মেডিকেল সেকেন্ড ওপিনিয়নের ওপর প্রেজেন্টেশন দেয়া হয়।
উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান সংবাদ সম্মেলনে উৎসব হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা কর্মসূচি চালুর প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বলেন, দেশে থাকা আমাদের মা-বাবাদের জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ উদ্যোগ গ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। মা-বাবার কারণেই দেশে-বিদেশে আমাদের সব সফলতা সম্ভব হয়েছে। উৎসব হেলথ কেয়ারের মাধ্যমে দেশে থাকা প্রবাসীদের মা-বাবার সাথে দৃঢ় মেলবন্ধন গড়া সম্ভব হবে।
ডা. এবিএম আতিকুজ্জামান বলেন, বাংলাদেশে মা-বাবার কাছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। এর মাধ্যমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে বয়োজ্যেষ্ঠদের সেবা নিশ্চিত করা যাবে বলে উল্লেখ করেন মৃদুল চৌধুরী।
উৎসব হেলথ কেয়ারের পেরেন্টস কেয়ার কর্মসূচির গ্রহীতারা দেশে বাড়িতে বাবা- মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য ডাক্তার ভিজিট নিশ্চিত করতে পারবেন।
এ কর্মসূচির মাধ্যমে প্রবাসে বসে দেশে থাকা মা-বাবার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য ও আপডেট জানা যাবে। মেডিকেল সেকেন্ড অপিনিয়ন একটি অন্যন্য সেবা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণ করা যাবে।
প্রশ্নোত্তর পর্বে উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান বলেন, আস্থা অর্জন নিশ্চিত করার মধ্য দিয়েই তাঁরা বাংলাদেশে উৎসব হেলথ কেয়ারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন।