প্রশংসা ও বিতর্কে জ্যাকুলিন

বলিউডে জ্যাকুলিন ফার্নান্দেজ মানেই আবেদনে ভরপুর এক অন্য রকম উন্মাদনা। এবারের ঈদে তার ও সালমান খান অভিনীত রেস ৩ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। জেসিকা চরিত্রে রূপদানকারী জ্যাকুলিন সম্পর্কে সালমান তার নতুন টুইটার পোস্টে একটি ছবি শেয়ার করে লেখেনÑ জেসিকা : সহজাত শক্তি। রেস ৩ আসছে এবারের ঈদে। এবার রেস ছবির সিক্যুয়াল রেস ৩ পরিচালনা করছেন পরিচালক রেমো ডিসুজা। এর আগের দুটি পর্ব পরিচালনা করেছিলেন পরিচালক জুটি আব্বাস-মাস্তান। এ ছবির প্রথম পর্বে ছিলেন অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ ও সামিরা রেড্ডি। আর দ্বিতীয় পর্বে ছিলেন জন আব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ ও দীপিকা পাডুকোণ। এবার তৃতীয় পর্বে সালমান খান আর জ্যাকুলিন ছাড়াও সঙ্গে থাকছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ ও সাকিব সেলিম। ছবিটি ঈদ উপলক্ষে ৩ জুন মুক্তি পাবে।
এ দিকে মাধুরীর সুপারহিট এক দো তিন গানের রিমেকে নেচে বিতর্কের জন্ম দিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বলিউড সুপারস্টার সালমান খান ও অনিল কাপুররা জ্যাকুলিনের প্রশংসা করলেও এটাকে জঘন্য বলছেন তেজাব সিনেমার পরিচালক এন চন্দ্র। ওই সিনেমায় প্রথম এই গানটিতে নেচেছিলেন মাধুরী দীক্ষিত। আর বাগী ২ সিনেমার জন্য এই গানে নাচতে দেখা গেছে জ্যাকুলিনকে। তেজাব সিনেমার গানের রিমেক নিয়ে বিতর্ক সম্পর্কে মাধুরী বলেছেন, আসলে অনেকেরই মূল গানটির সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। তাই কোনো কোনো ব্যক্তি রিমেক দেখতে চান না। এ জন্য নির্মাতাদের দায়ী করা যায় না। জ্যাকুলিন যেভাবে নেচেছে, তাতে তাকে ভালোই লেগেছে।