প্রায় সকলেই অসময়ে চলে গেছে

শাহীন ইবনে দিলওয়ার :

প্রিয় লোকগুলোকে যখন খুঁজে পাই না লব্ধ হয়
জ্ঞান পুনর্বার ক্ষণস্থায়ী পৃথিবী এক পলকের
প্রায় সকলেই অসময়ে চলে গেছে সৌরলোকে
বোধের অগম্য কথোপকথনের অসাধ্যতায়।

আবার দেখা হবে অন্য কোনো গ্রহে?
অন্য কোনো সুসভ্য লোকালয়ে যেখানে
সংঘর্ষ নেই যেখানে নির্ভয়ে সত্যকথন
যেখানে ডানা মেলা পাখির সুস্বভাব ওড়াউড়ি।

যেখানে দেখতে হবে না বয়সের ভারেও অপক্ব
জীর্ণ মানুষ মৃদু হাসির আড়ালে কপটতা
বিন্দুমাত্র অর্জন নেই তবু ঢাকঢোল পিটিয়ে
পাড়া মাতোয়ারা করা অলীক স্বপ্নে বিভোর বাচাল।

মিষ্টভাষী স্বজনের ভিড়ে কথার শরাঘাত নেই
পেছনে তাকাতে হয় না ঘোর অন্ধকারে
বিশ্বাসের বিনিময়ে যেখানে হৃৎপিণ্ড ফুটো
করে না পরিচিত অথবা অপরিচিতজনেরা।