প্রিয় উৎসব

ডা. সায়লা ইয়াসমিন :

দোজাহানের বান্দা মোরা
মুসলিম ভাই ভাই
শাবান মাসের শেষে মোরা
রমজানের খবর পাই
পুরো মাস রোজা শেষে
চাঁদ দেখার খবর আসে
সন্ধ্যাবেলার ঐ আকাশে
মিটিমিটি তারারা হাসে
বাঁকা চাঁদের দেখা পেলে
ঈদের খুশির খবর মেলে
ঈদ যখনই ঘনিয়ে আসে
নানা ব্যস্ততা জাঁকিয়ে বসে
প্রিয়জনের উপহার কেনায়
মন যে বড়ই উতল রয়
লম্বা ছুটির বার্তা পাই
গাঁয়ে ফেরার বাক্স সাজাই
মায়ের কোলে ফেরার সুখ
মিটিয়ে দেয় সকল দুখ
বাবার সাথে ঈদগাহে যাওয়া
নামাজ আদায়ে শরিক হওয়া
নামাজ শেষে কোলাকুলি
মুখে ফোটে নানান বুলি
পাপড়, বড়া আর আচার কেনা
আইসক্রিম খেতে নেইকো মানা
প্রতিবেশীর বাড়িতে যাওয়া
সেমাই, রুটি আর মিঠাই খাওয়া
পরস্পরের কুশল নেওয়া
দেশজুড়ে কেবল খুশির হাওয়া
নতুন পোশাকের নানা বাহারে
সব মানুষই এক কাতারে
গল্পে কাটে পুরোটা দিন
মুহূর্তগুলো হয় রঙিন
চারিপাশে শুধু আনন্দের রব
তাইতো ঈদ প্রিয় উৎসব
ঈদ পালন যে মুসলিম রীতি
ছড়িয়ে দেয় সম্প্রীতির গীতি