
সুব্রত চৌধুরী :
কার লেখাতে আধমরারা
লাথি খেয়ে জাগে,
ভ্রমর ওড়ে সুরে সুরে
ঝিঙে ফুলের বাগে।
কার লেখাতে জোসনা তাড়ায়
রাতের নিকষ কালো,
সূর্যি মামা উঠলে খোকা
গায়ে মাখে আলো।
কার লেখাতে বীরের জাতি
যুদ্ধের মাঠে ঝাঁপে,
ব্রিটিশরাজে ভয়ে মরে
থরো থরো কাঁপে।
সে যে সবার প্রিয় দুখু
বাবরি চুলের কবি,
জন্মদিনের খুশে মাতে
চন্দ্র, তারা, রবি।