পৃথ্বীশ চক্রবর্ত্তী :
স্বর্গ থেকে শ্রেষ্ঠ আমার স্বদেশ, প্রিয় জন্মভূমি
লাখো শহিদের রক্তে লেখা বাংলাদেশ তার নাম
শহিদের রক্তে শ্যামল প্রান্তর হরিৎ বনভূমি
এ মাটিতে মিশে আছে শহিদের রক্ত, মাংস, ঘাম।
কাব্য-কবিতার এদেশের মাটি, সোনা হতে খাঁটি
সোনার ফসল সবুজের বুকে সদা ঢেউ খেলে
বিদেশিরা বারবার এ মাটিতে গেঁড়েছিল ঘাঁটি
এ দেশ আমার মাতৃভূমি, আমি এ দেশের ছেলে।
লাখো শহিদের জীবনে পাওয়া প্রিয় বাংলাদেশে
মৃত্যু যেনো হয় আমার, শহিদের মতো হেসে হেসে।