মুনিয়া মাহমুদ :
প্রতিবছর বিজয় দিবস, যায় আর আসে
তুমি শুধু আসো না, দু’চোখ জলে ভাসে।
তোমার সেই শেষ কথা, দেখা হবে আবার
সারাক্ষণ কানে বাজে, সে কথা বার বার।
দেশকে বাঁচাতে তুমি, অস্ত্র হাতে নিলে
আর আমায় দিয়ে গেলে, কষ্ট তিলে তিলে।
কার্জন হলের মাঠে বসে, তুমি আর আমি
ঘাঁসফুল ছিঁড়ে ছিঁড়ে, নীরবে কত কথা বলি!
তুমি যখন আসো না, জলে ভাসাই বুক
তোমার বুকেই আছে আমার, জীবনের সব সুখ।
পূর্ণিমার আলোয় বসে ভাবি, এই কি বেঁচে থাকা?
পৃথিবীর ফাঁদে আটকে আমি, ঘুরে না সময়ের চাকা।
বইয়ের পাতার ভাঁজে ভাঁজে, তুমি আজো বিরাজমান
তোমার ছোঁয়া আজো মনে দীপ্ত বর্তমান।
৫২ বছরেও এলে না তুমি, আসবে না তুমি আর
তোমার কাছে যাবার এখন, হয়েছে সময় আমার।
করি না তোমার অপেক্ষা আর, প্রতীক্ষার প্রহর শেষ
তোমার সাথে হবে মিলন, মনে বইছে আনন্দের রেশ।