প্রেম প্রত্যাখ্যান করায় খুর দিয়ে কলেজছাত্রীর গাল কেটে দিলেন যুবক

ঠিকানা অনলাইন : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে খুর দিয়ে কলেজছাত্রীর গাল কেটে দিয়েছেন এক যুবক। ২৯ অক্টোবর শনিবার সকালে সালটিয়া ইউনিয়নের ধামাইল কাওয়ামারা বন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রী স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ওই ছাত্রীকে প্রেম নিবেদন করেন উথুরী গ্রামের শিববাড়ি বাজার এলাকার হুমায়ুন কবির জাহিদ। কিন্তু মেয়েটি এতে সাড়া দেয়নি। শনিবার সকালে গফরগাঁওয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন ছাত্রীটি। সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের কাওয়ামারা বন এলাকার আসার পর হুমায়ুন তার পথ আটকান। ওই ছাত্রী অস্বীকৃতি জানালে হুমায়ুন ক্ষিপ্ত হয়ে খুর দিয়ে তার মুখে আঘাত করেন। এতে তার গাল কেটে যায়।

ছাত্রীর বাবা বলেন, ‘প্রতিবেশী জাহিদ প্রায়ই আমার মেয়েকে কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। বিষয়টি একাধিকবার তার পরিবারকে জানিয়েছি। সে আমার মেয়ের জীবন বিষিয়ে তুলেছে।’

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘এখনো মেয়ের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

ঠিকানা/এনআই