প্রেসিডেন্ট ট্রাম্পের ইমার্জেন্সির বিরুদ্ধে হাউজের অবস্থান

ঠিকানা রিপোর্ট: আমেরিকার প্রেসিডেন্ট সম্প্রতি ন্যাশনাল ইমার্জেন্সি জারি করেছিলেনএবং মেক্সিকো বর্ডারে ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ইমার্জেন্সি এবং ওয়াল নির্মাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমেরিকার আইন প্রণেতারা। গত ২৬ ফেব্রুয়ারি হাইজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২৪৫-১৮২ ভোটের প্রেসিডেন্ট ট্রাম্পের ইমাার্জেন্সির বিরুদ্ধে অবস্থান নেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের ইমার্জেন্সির বিরুদ্ধে ভোট দেন ২৪৫ জন আইন প্রণেতা এবং ১৮২ জন পক্ষে ভোট দেন। এই ভোটে ১৩ জন রিপাবলিকান ট্রাম্পের বিরুদ্ধে এবং ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নেন। আগামী কয়েক দিনের মধ্যেই বিলটি সিনেটে উঠবে।

ইতিমধ্যে তিন জন প্রভাবশালী রিপাবলিকান ট্রাম্পের ইমার্জেন্সির বিরুদ্ধে অবস্থা নেবেন বলে জানা গেছে। এই বিল পাশে হাউস স্পীকার ন্যান্সি প্যালোসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমেরিকার মানুষে কথা শুনবেন এবং মনে রাখবেন ট্রাম্পের কথা না শুনে আমেরিকার সংবিধানকে রক্ষা করবেন।