ঠিকানা অনলাইন : নানা শঙ্কা, ভয় আর চূড়ান্ত ফলাফল প্রকাশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন এক নাটকীয়তা সৃষ্টি হয়েছে। এখনো সাতটি রাজ্যে ভোট গণনা বাকি রয়েছে। আর এর মধ্যেই গভীর রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। এমন কি বাকি রাজ্যগুলোর ভোট গণনা বন্ধ করতে তিনি আদালতে যাওয়ার ঘোষণাও দিলেন। কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছেন। দাবি তুলেছেন, ‘আমরাই বিজয়ী হয়েছি’। অথচ এখনও লাখ লাখ ভোট গণনার বাকি। এর ফলে নির্বাচন নিয়ে আইনি জটিলতা স্পষ্ট। ফলে ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা বিলম্বিত হতে পারে।
নির্বাচনের আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ভোট গণনায় বিলম্ব হলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন। এ জন্য তিনি সুপ্রিম কোর্টেও যেতে পারেন। এর প্রেক্ষিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরই আইনি প্রস্তুতি শুরু করে।
হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে তিনি ৩ নভেম্বর রাতে ট্রাম্প বলেন, কোটি কোটি মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। কিন্তু অত্যন্ত খারাপ মানুষদের একটি গ্রুপ তার সমর্থকদের বঞ্চিত করার চেষ্টা করছে। তিনি আরও জানান, মঙ্গলবার রাতের প্রথম দিকেই তিনি নিজের বিজয় ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তার ভাষায়, আমরা এক বড় সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা সব জায়গা, সবকিছুতে জিতেছি।
তিনি ভোট গণনায় বাকি থাকা ৭টি রাজ্যের দিকে ইঙ্গিত করে বলেন, আকস্মিকভাবে সেখানে ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। এসব স্থানে জালিয়াতি হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ট্রাম্প উল্লেখ করেন, ওই সাতটি রাজ্যে ভোট গণনায় তিনি এগিয়ে ছিলেন। এসব রাজ্যে তাকে বিজয়ী ঘোষণা করা উচিত। তার ভাষায়, এটা মার্কিন নাগরিকদের সঙ্গে জালিয়াতি। এ ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর। ৭টি রাজ্যে কয়েক লাখ ভোট গণনার বাকি থাকতেই তিনি বলেন, মন খুলে বলছি, আমরাই জিতেছি। এসব ভোট বন্ধ রাখতে আমি সুপ্রিম কোর্টে যাবো।
ট্রাম্পের বক্তব্যে হতাশ রিপাবলিকানরাই
এখনো কয়েক মিলিয়ন ভোট গণনা বাকি। এরই মধ্যে হোয়াইট হাউজ থেকে ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণায় তাঁর দলের একাধিক রিপাবলিকান ও রক্ষণশীল নেতারাই তা সমর্থন করছেন না।
এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নিউ জার্সির গভর্নর এবং ট্রাম্পের উপদেষ্টা ক্রিস ক্রিস্টি প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি একটি বাজে সিদ্ধান্ত। কৌশলগতভাবেও এবং রাজনৈতিকভাবেও।
রিপাবলিকান দলের সাবেক সিনেটর রিক স্যানটরুম বলেন, ট্রাম্পের মন্তব্য শুনে অত্যন্ত হতাশ হয়েছি। তিনি যেভাবে কারচুপির বিষয়টা বলছেন, আমার ধারণা এটি ঠিক হয়নি।
ট্রাম্পের আরেক সমালোচক বেন শ্যাপিরো টুইট করে ট্রাম্পের এমন বক্তব্যকে পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন।
এদিকে ভোট গণনা বন্ধ করতে যে বিবৃতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ডেমোক্র্যাট শিবির। জো বাইডেনের প্রচারণা প্রধান জেন ও’ম্যালি ট্রাম্পের এমন বক্তব্যকে গর্হিত, নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল প্রকাশ শুরু হওয়ার পর হোয়াইট হাউজে একটি বক্তব্য রাখেন। এতে তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন।
এর জবাবে জেন বলেন, প্রেসিডেন্ট ভোট গণনা বন্ধের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা গর্হিত, নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ। এটিকে আমি গর্হিত অপরাধ বলছি কারণ, তিনি মার্কিন নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে নগ্নভাবে কেড়ে নিতে চাইছেন। তবে যাইহোক না কেনো, ভোট গণনা বন্ধ হবে না।
ঠিকানা/এসআর