প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন ব্লুমবার্গ

ঠিকানা রিপোর্ট: ২০০১ সালে ডেমক্র্যাটিক দল ত্যাগের পর আবারও নতুন করে দলে তালিকাভুক্ত হলেন নিউ ইয়র্ক সিটির ৩ বারের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। ৭৬ বছর বয়স্ক পরহিতব্রতী এবং পরমৈশ্বর্যশালী ব্লুমবার্গের ডেমক্র্যাটিক দলে তালিকাভুক্তির ফলে দলীয় প্রার্থী হিসেবে ব্লুমবার্গের ২০২০ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট পদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সর্বমহলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
১২ অক্টোবর প্রাপ্ত তথ্যানুযায়ী, ডেমক্র্যাটিক দলে পুনঃ তালিকাভুক্তির পর নিজের ছবিসম্বলিত এক বার্তায় ব্লুমবার্গ উল্লেখ করেন, আমাদের জাতির জন্য ডেমক্র্যাটদের দ্য চেক অ্যান্ড ব্যালেন্স (ভারসাম্য বজার রাখার) নীতিমালা একান্তই অপরিহার্য। ২০০১ সালে রিপাবলিকান দলীয় প্রার্থী হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ব্যবসায়ী থেকে রাজনীতিতে আসা ব্লুমবার্গ ডেমক্র্যাটিক দল ত্যাগ করেছিলেন। বাম দলীয় নীতিমালার অনুসারী ব্লুমবার্গ ঐতিহাসিকভাবে ব্লু নগরী নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে বড় ধরনের চমক সৃষ্টি করেছিলেন। প্রচলিত ২ টার্মের শর্ত বদলিয়ে উপর্যুপরি ব্লুমবার্গ ৩ দফা সিটি মেয়রের দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে তিনি রিপাবলিকানদের সাথে সম্পর্ক ছিন্ন করে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পার্টীতে তালিকাভুক্ত হন। ২০০৮ সালে একবার গুজব ছড়িয়ে পড়েছিল যে ইন্ডিপেন্ডেন্ট পার্টীর প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্যই ব্লুমবার্গ ২০০৭ সালে রিপাবলিকান দল ত্যাগ করেন।
২০১৬ সালেও অনুরূপ গুঞ্জন ডালপালা বিস্তার করার পর ব্লুমবার্গ ডেমক্র্যাটিক দলীয় তদানীন্তন প্রার্থী হিলারীর প্রতি সমর্থন জ্ঞাপন করেন এবং ২০২০ সালে ডেমক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি করেন।
সম্প্রতি ফরবস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বধনীদের তালিকার প্রথম দশ জনের অন্যতম হিসেবে ব্লুমবার্গের নাম এবং তার সম্পদের পরিমান প্রায় ৩৮ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। মূলত ২০১৩ সাল থেকেই ব্লুমবার্গ বিভিন্ন খয়রাতি তহবিলে মোটা অঙ্কের অনুদান দিয়ে আসছেন। তাছাড়া যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বিরোধী কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা হাড়ে হাড়ে উপলব্ধিকারী ব্লুমবার্গ এভরী টাউন ফর গান সেইফটী শীর্ষক একটি ননপ্রফিট সংস্থা প্রতিষ্ঠা করেন এবং উক্ত সংস্থাসহ অন্যান্য রাজনৈতিক সংস্থার জন্য দু হাতে অর্থ বিলিয়ে যাচ্ছেন।
ডেমক্র্যাটিক দলে পুনঃ তালিকাভুক্তির পর ব্লুমবার্গ বলেন, তিনি সারাজীবনই ডেমক্র্যাটিক দলের সদস্য ছিলেন এবং আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে পুনরায় ডেমক্র্যাটিক দলে প্রত্যাবর্তনের প্রয়োজনীয়তা গুরুত্বের সাথে অনুধাবন করেছেন। ব্লুমবার্গ বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বিদ্যমান দুটি রাজনৈতিক দলের একটি যারা আমাদের সংবিধানকে ভয় দেখাচ্ছে তাদের বিরুদ্ধে নিরাপত্তা প্রচারের ভ’মিকা পালন করছে। তিনি বলেন, ২ বছর ডেমক্র্যাটিক কনভেনশনে আমি সে সকল হুমকির প্রতি আলোকপাত করেছিলেম। ব্লুমবার্গ আরও বলেন, ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের জন্য আমি ডেমক্র্যাটদের পক্ষে কাজ করছি। নির্বাচনের পর আমি সক্রিয়ভাবে দলে জড়ানোর চিন্তা ভাবনা করছি।
২ মাস আগে বিভিন্ন সংবাদ মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, যথাসম্ভব ব্লুমবার্গ ডেমক্র্যাটিক দলে প্রত্যাবর্তন এবং ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের শক্ত প্রতিদ্বন্দ্বীর ভ’মিকায় অবতীর্ণ হবেন।
ব্লুমবার্গ বলেন, রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে তিনি কোনক্রমেই নির্বাচন করবেন না। ব্লুমবার্গ বলেন, এর অর্থ এই নয় যে ডেমক্র্যাটদের সব কিছুর সাথে আমি একমত। তবে আমি দেখতে চাই ডেমক্র্যাটরা কিভাবে রিপাবলিকানদের মোকাবেলা করেন। ব্লুমবার্গ বলেন, প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচন করলে তিনি অবশ্যই ডেমক্র্যাটিক দলীয় প্রার্থী হিসেবেই ভোটযুদ্ধে লড়বেন। হাউজে ডেমক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশায় নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে ডেমক্র্যাটিক দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য চলতি বছরের গোড়ার দিকে ডেমক্র্যাটিক প্রার্থীদের জন্য ব্লুমবার্গ ৮০ মিলিয়ন ডলার ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছিলেন। গত সপ্তাহে তিনি প্রধান ডেমক্র্যাটিক সিনেট সুপার প্যাকে ২০ মিলিয়ন ডলার প্রদানের কথা ঘোষণা দিয়েছেন।