‘প্রয়োজন হলে কারাগারে ডাক্তার নিয়ে আসুন’

বঙ্গবন্ধু মেডিক্যালে আসতে নারাজ খালেদা জিয়া

রাজনৈতিক ডেস্ক : খালেদা জিয়া কারা কর্মকর্তাদের জানিয়ে দিলেন, তিনি বঙ্গবন্ধু মেডিকেলে যেতে ইচ্ছুক নন, নিলে অন্য কোনো বিশেষায়িত হাসপাতালে নিতে হবে। ফলে প্রস্তুতি থাকার পরও গত ১০ মার্চ তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আনা সম্ভব হয়নি। গত ৫ মার্চ দলীয় মহাসচিবের নেতৃত্বে বিএনপি নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে চিকিৎসা দিতে লিখিত আবেদন করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কারা কর্তৃপক্ষ গত ১০ মার্চ উদ্যোগটি নিয়েছিল।

গত ১০ মার্চ বিএসএমএমইউ কর্তৃপক্ষও খালেদা জিয়াকে গ্রহণ করতে প্রস্তুতি নিয়ে রেখেছিল বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আল হারুন। তিনি গত ১০ মার্চ সন্ধ্যায় বলেন, ‘আমরা তার জন্য (বেগম জিয়া) আগের মতোই কেবিন ব্লকের রুম রেডি করে রেখেছিলাম। তিনি না এলে তো আমাদের কিছু করার নেই। তিনি যখনই আসবেন তখনই আমরা তাকে বিধি অনুসারে চিকিৎসার জন্য গ্রহণ করতে প্রস্তুত আছি। সে অনুসারে প্রয়োজনীয় সব ব্যবস্থাও থাকবে।’ ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। তিনি রাজি হলে যেকোনো সময় বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হবে।’ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১০ মার্চ বেলা ১১টায় খালেদা জিয়ার কাছে যান কারাগারের কয়েকজন কর্মকর্তা। তারা খালেদা জিয়াকে জানান চিকিৎসা দেওয়ার জন্য তারা তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যেতে এসেছেন। এ সময় খালেদা জিয়া বলেন, তার এখন ভালো লাগছে না, তিনি যেতে পারবেন না। ভালো লাগলে পরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তিনি আরো বলেন, কারা কর্তৃপক্ষ চাইলে চিকিৎসকদের কারাগারে নিয়ে আসতে পারে। একটি সূত্র জানায়, বঙ্গবন্ধু মেডিকেল খালেদা জিয়ার পছন্দ না।

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার গত ১০ মার্চ দুপুরে বিএসএমএমইউর কেবিন বøকের সামনে সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এমনকি হুইল চেয়ারের যে পাদানি থাকে সেখানেও উনি ঠিকমতো পা তুলতে পারেন না। উনার (খালেদা জিয়া) যে ইচ্ছাটা এবং কয়েক দিন আগে কারাগারে উনাকে দেখতে যে বিশেষজ্ঞ টিম গিয়েছিল অধ্যাপক এ এফ এম সিদ্দিকীর নেতৃত্বে উনারাও স্পষ্টভাবে বলেছেন, উনাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করতে। কারণ ওই হাসপাতালে (ইউনাইটেড হাসপাতাল) তিনি (বেগম জিয়া) চিকিৎসা নিয়ে থাকেন এবং ওখানেই উনার নিজস্ব বিশেষজ্ঞ ডাক্তার যারা সারা জীবন উনাকে চিকিৎসা দিয়েছেন। এই চাওয়াটা বা দাবিটা উনার যে খুব বড় দাবি আমি সেটা মনে করি না। উনাকে যে বিএসএমএমইউতে আনতে হবে এমন কোনো কথা নেই।’
জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত এই কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া। সেখানে তিনিই একমাত্র বন্দী। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে গত বছরের ৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সে সময় এক মাস চিকিৎসা শেষে নভেম্বর মাসে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।