ঠিকানা ডেস্ক: প্লাস্টিক এবং প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম মাটির উর্বরতা শক্তি বিনষ্টসহ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টে যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলছে। তাই গোটা বিশ্বজুড়ে প্লাস্টিক সামগ্রির ব্যবহার কমিয়ে আনা এবং পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার বাড়ানোর সোচ্চার দাবি উঠেছে। এমনতর বাস্তবতার পটভূমিতে আমেরিকান এয়ারলাইন্স প্লাস্টিকের স্ট্র এবং পানীয়ের নাড়ন কাঠি বাতিল করতে যাচ্ছে।
আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে ১৪ জুলাই ঘোষণা করা হয় যে চলতি মাস থেকেই প্লাস্টিকের স্ট্র এবং নাড়নকাঠির পরিবর্তে বায়োডিগ্রেডেব্যল বিকল্পের ব্যবহার চালু করা হবে। ঘোষণা অনুযায়ী সহসাই আমেরিকান এয়ারলাইন্সের বিমানবন্দরের লাউঞ্জগুলোতে পানীয়ের সাথে খড়কুটো এবং কাঠের তৈরি কাঠি সরবরাহ করা শুরু হবে এবং পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহারের উপর জোর দেয়া হবে। আর নভেম্বরে বিমানে প্লাস্টিকের নাড়ক কাঠির পরিবর্তে বাঁশের তৈরি নাড়ন কাঠি সরবরাহ করা হবে।
কোম্পানীর পক্ষ থেকে বলা হয় এর ফলে বছরে কমপক্ষে ৭১ হাজার পাউন্ড প্লাস্টিকের ব্যবহার হ্রাস পাবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পঞ্চম স্থানীয় বৃহৎ বিমান সংস্থা আলাস্কা এয়ারলাইন্সও মে মাসে ঘোষণা করেছিল যে চলতি গ্রীষ্মকাল থেকে সংস্থাটি পর্যায়ক্রমে প্লাস্টিকের স্ট্র এবং নাড়নকাঠির ব্যবহার বন্ধ করে দিবে। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের ডেল্টা, ইউনাইটেড এবং সাউথওয়েস্টের মত বড় বড় কোম্পানীগুলো এখনও প্লাস্টিকের স্ট্র এবং নাড়নকাঠির ব্যবহার অব্যাহত রেখেছে এবং এগুলোর বিকল্প হিসেবে নতুন কিছু ব্যবহারের সিদ্ধান্ত অদ্যাবধি নেয়নি বলে জানা গেছে।