টি এইচ মাহির
বাংলা আমার মায়ের বুলি
রাজপথের মিছিলে গুলি,
ভাষার জন্য
করল ধন্য
ইতিহাস লিখে রক্তের তুলি।
আমার ভাষা বাংলা হবে,
ভিন ভাষা চাপাল তবে,
মিছিলে ছাত্র
অদম্য নেত্র
মাতৃভাষা বাংলাই রবে।
ফাল্গুনের সেই রক্তিম মাস
ভাষার জন্য পড়ল লাশ
জব্বার রফিক
বরকত শফিক
বাংলার তরে শেষ নিঃশ্বাস।
বীর বাঙালির সাহসী বীর
এল কত বিদেশি তীর
ভাঙল নিদ
বীরেরা শহীদ
তারাই বীর বাংলার মীর।