ফাগুন মন

জর্জেস মোহাম্মদ :

অলির মুখে অসি, অসাধ অলির গান,
অসহ্য তার ব্যথা, অসাড় প্রেমিক প্রাণ।
উতলা প্রেম ক্ষুধা, অদম্য মিলন অভিসার,
পঙ্কিল দেখায় দেহ, সরোজ অহি সমাহার।

ফাগুন মনের সুর, অলি নাহি জানে,
চাওয়া-পাওয়ার মহাপ্রলয়ে, পাওয়াই হার মানে।
ফাগুন মন এত চঞ্চল, কোনো কিছু মানে না,
নিখুঁতভাবে কী চাইছে মন, নিজেই জানে না।

কৃষ্ণচূড়ায় রং ধরেছে, সোনেল গাছে ঢেউ,
মনের মাঝে ঘর বেঁধেছে, অজানা মুখ কেউ।
শ্রাবণ দিনের বাদল শেষে, কদম ফুলের বাহার,
দোয়েল ডাকে আমলকী বনে, সুরের সমাহার।

সুবাসমাখা রূপসী পুষ্পে, বৃক্ষ মহীয়ান,
সবুজ শোভা সাজিয়ে ধরা, অগ্নিতে বলিদান।
ফুলের গায়ে গন্ধ ছড়ায় রং বাহারে,
ছায়াতলে, পাখি ডালে, ভুবন বিহারে।

অলির মুখে অসি, অসাধ অলির গান,
অসহ্য তার ব্যথা, অসাড় প্রেমিক প্রাণ।