ঠিকানা অনলাইন : ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় আগুনের ঘটনা ঘটেছে, যার মূলে রয়েছে ফানুস। ৩১ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে উভয় স্থানে পাঠানো হয় দুটি করে ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে একটি ফানুস পড়ে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়, তবে যাওয়ার আগেই আগুন নিভে যায়। একইভাবে লালবাগে লাগা আগুনও কিছুক্ষণের মধ্যে নিভে যায়।
তিনি আরও বলেন, এ ছাড়া মিরপুরে একটি ছোট আগুনের খবর পাওয়া গেলেও সেটি ফানুস থেকে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছর থার্টি ফার্স্ট নাইটের প্রথম ২০ মিনিটের মধ্যে সারা দেশ থেকে প্রায় ২০০টি অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এর মধ্যে তেজগাঁও, যাত্রাবাড়ীর মাতুয়াইল, ধানমন্ডি, রায়েরবাগসহ রাজধানীতেই ১০টি আগুনের ঘটনা ঘটে। শুধু রাজধানীর এই স্পটগুলোর আগুন নিয়ন্ত্রণে ওই রাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের তদন্তে জানা যায়, এসব আগুনের কারণ ফানুস ওড়ানো। এসব আগুনে হতাহতের ঘটনা না থাকলে সম্পদের ক্ষয়ক্ষতি রয়েছে।
ঠিকানা/এনআই